রাশিয়ার সঙ্গে লড়াইয়ে প্রস্তুত আমেরিকা-প্রতিরক্ষামন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি,
ঢাকাঃ রাশিয়ার সঙ্গে লড়াইয়ের জন্য অবশ্যই আমেরিকাকে প্রস্তুতি নিতে হবে। পাশাপাশি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কাজ করার বিষয়ে সতর্কতা থাকতে হবে বলে জানিয়েছেন, মার্কিন নির্বাচনের বিজয়ী ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস ।
মার্কিন সিনেটে তার মন্ত্রীত্ব নিশ্চিত করার শুনানিতে সাবেক মেরিন জেনারেল ম্যাটিস এ মন্তব্য করেন। শুনানিতে তিনি আমেরিকার জন্য হুমকির দিক থেকে রাশিয়াকে তালিকার শীর্ষে রেখেছেন।
তিনি বলেছেন, “আমি রাশিয়ার সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত কিন্তু বাস্তবতাও স্বীকার করতে হবে এবং রাশিয়া কী করতে চায় তাও দেখতে হবে।” তিনি আরো বলেন, “রুশ প্রেসিডেন্ট পুতিন কৌশলগত প্রতিদ্বন্দ্বী হওয়ার পথ বেছে নিয়েছেন আবার গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আমাদের জন্য প্রতিকূল অবস্থা তৈরি করছেন। সে ক্ষেত্রে পুতিনের সঙ্গে সহযোগিতার বিষয়ে আমি সামান্যই আশাবাদী।”
আমেরিকার স্বার্থের জন্য প্রধান হুমকি কী- এমন প্রশ্নের জবাবে জেনারেল ম্যাটিস বলেন, “আমি রাশিয়াকেই প্রধান হুমকি মনে করি।” তিনি আরো বলেছেন, “দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়া, সন্ত্রাসী গোষ্ঠী ও চীনের কর্মকাণ্ডের মুখে বিশ্বব্যবস্থা এখন মারাত্মক হামলার মুখে।”
জেনারেল ম্যাটিস চার দশক ধরে মার্কিন মেরিন সেনা হিসেবে কাজ করেছেন এবং চার তারকার জেনারেল হিসেবে তিনি অবসর নিয়েছেন। তার সামরিক জীবনের কর্মকাণ্ডের জন্য তিনি ‘যুদ্ধবাজ’ ও ‘পাগলা কুকুর’ বলে খ্যাত। ২০০১ সালের নভেম্বর মাসে তার নেতৃত্বেই মার্কিন মেরিন সেনারা আফগানিস্তানের কান্দাহারে তালেবান-বিরোধী অভিযান চালায় এবং এর মাধ্যমে মার্কিন সেনারা আফগানিস্তানে পা রাখার সুযোগ পায়। এছাড়া, ইরাক আগ্রাসনের সময় জেনারেল ম্যাটিস মার্কিন সেনাদের একটি ডিভিশনের নেতৃত্ব দেন এবং ফালুজার রাস্তায় রাস্তায় রক্তক্ষয়ী লড়াইয়ে তিনিই নেতৃত্ব দিয়েছিলেন