দেয়ালের স্যাঁতসেঁতে ভাব রোধ করবেন যেভাবে
নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: আবহাওয়ার তারতম্যের কারণে ঘরের দেয়াল অনেক সময় স্যাঁতসেঁতে হয়ে যায়৷ এ কারণে যতই সাজানো-গোছানো থাকুক না কেন, ঘরের পুরো সৌন্দর্যই মাটি হয়ে যায়৷ তাই দেয়ালের জন্য প্রয়োজন বিশেষ পরিচর্যা৷ ইনস্টিটিউট অব ইনোভেটিভ ডিজাইনের স্থপতি সাঈদা খানম জানালেন, প্রথমত, আলো-বাতাস কম ঢোকে—এমন বাড়ির দেয়ালগুলো দ্রুত স্যাঁতসেঁতে হয়ে যায়৷ এ ছাড়া ঘরের দেয়ালের উল্টো দিকে যদি পানির উৎস থাকে সেটাও দেয়াল স্যাঁতসেঁতে হওয়ার একটি কারণ৷ এ ক্ষেত্রে কীভাবে দেয়ালের স্যাঁতসেঁতে ভাব রোধ করা যাবে, সে বিষয়ে পরামর্শ দিলেন এই স্থপতি৷
ঘরের দেয়ালের স্যাঁতসেঁতে ভাব প্রতিরোধে রসুন ও তেঁতুলের ভূমিকার কথা অনেকেরই অজানা৷ আধা কেজি তেঁতুলের সঙ্গে ২৫০ গ্রাম রসুন ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে ১২ ঘণ্টা রেখে দিন৷ এবার দেয়ালটা ব্রাশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করুন৷ এখন বাজারে দেয়াল পরিষ্কার করার জন্য বিশেষ একধরনের তারের ব্রাশ পাওয়া যায়৷ ব্রাশ দিয়ে পরিষ্কার করে দেয়ালে তেঁতুল ও রসুনের মিশ্রণটা লাগিয়ে দিন৷ একদিন রাখার পর দেয়ালটা শুকিয়ে এলে আবার রং করে নিলেই তা উজ্জ্বল হয়ে উঠবে৷ উল্টো দিকে পানির উৎস আছে, এমন দেয়ালের পুরোটাই টাইলস করা হলে সবচেয়ে ভালো৷ বাজেট কম থাকলে দেয়ালে প্লাস্টিক উড লাগিয়ে নিতে পারেন৷ সাধারণত ছাদে বাগান থাকলে বা কোনো কারণে পানি জমলে ছাদের সরাসরি নিচের ফ্লোর এবং শুধু একতলা ও দোতলার দেয়ালগুলো স্যাঁতসেঁতে হয়৷ মাঝখানের ফ্ল্যাটগুলোর দেয়াল আবার স্বাভাবিক থাকে৷ এর কারণ হলো পানির উৎসটা সব সময় নিচের দিকে নেমে আসে৷ বহুতল ভবনের ক্ষেত্রে পানি দেয়ালের ভেতর দিয়ে এসে নিচতলা বা দোতলার দেয়ালগুলো স্যাঁতসেঁতে করে তোলে৷ এ জন্য যেসব বাড়ির ছাদে স্থায়ী বাগান আছে, তারা প্রথম বা দ্বিতীয় তলায় ড্যাম প্রুফিং কেমিক্যাল লাগাতে পারেন৷ এটি বাজারে এখন বেশ সহজলভ্য।