বাজারে এলো হুয়াওয়ের নতুন ফোন

নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: দুই বছর আগে বের হওয়া পি৮ লাইটের নতুন ভার্সন হিসেবে হুয়াওয়ে পি৮ লাইট ২০১৭ ভার্সন বাজারে ছাড়ছে চীনা বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। স্মার্টফোনটি চলতি মাসের শেষের দিকে ইউরোপের বাজারে পাওয়া যাবে।

মেটালিক ফ্রেমের ২.৫ডি কার্ভড গ্লাস ডিজাইনের এই স্মার্টফোনে আছে ৫.২ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে অক্টা কোর কিরিন ৬৫৫ এ৫৩ প্রসেসর, সঙ্গে মালি-টি৮৩০এমপি২ জিপিইউ, ৩জিবি র‍্যাম এবং ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করন অ্যান্ড্রয়েড ন্যুগাট ৭.০।

স্মার্টফোনটিতে ছবি তোলার জন্য আছে এলইডি ফ্ল্যাশসহ ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্টফেসিং ক্যামেরা। ৩০০০ এমএএইচ ব্যাটারির এই ফোন সিঙ্গেল সিম এবং ডুয়েল সিম এ দুই সংস্করণই আছে।

কালো, সাদা এবং সোনালি- তিনটি ভিন্ন রঙে পাওয়া যাবে এই ফোন। নতুন এ ফোনটির দাম ধরা হয়েছে ২৩৯ ইউরো।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ