র্যাব সংস্কারের প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: রমনা থানা মহিলা আওয়ামী লীগের আয়োজনের আজ মঙ্গলবার দুপুরে মগবাজার শাহনূরী স্কুল অ্যান্ড কলেজের মাঠে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খাঁন কামাল।
প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন দেশের কোন মানুষ খাদ্যে কষ্ট করবে না, কোন মানুষ বস্ত্রের কষ্ট পাবে না- সেটা শীত বস্ত্র হোক আর যে কোন বস্ত্রই হোকনা কেন। ওনার সেই বক্তব্য মোতাবেক আমরা রাজধানীর বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণের জন্য নেতাকর্মীদের বলেছি। সেই মোতাবেক আমাদের নেতাকর্মীরা দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র্যাব সংস্কারের প্রয়োজন নেই। নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় জড়িতদের শাস্তি হয়েছে। কারো ব্যক্তিগত দায় পুরো বাহিনী নেবেনা। র্যাবের কোন সদস্য কোন অপরাধে জড়িত হলে আইনানুযায়ী তার বিচার হবে। সেক্ষেত্রে র্যাবকে পূর্নগঠনের কোন সুযোগ নেই। র্যাবের সদস্যরা যে অপরাধ করেছিল র্যাবই সেসব সদস্যদের বিরুদ্ধে মামলার তদন্তে সহযোগিতা করেছে।
রমনা থানার মহিলা আওয়ামী লীগের নেতৃত্বে তিনশ’ দুস্থ নারীদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। কম্বল নিতে আসা প্রত্যেক নারীদের একটি করে টোকেন দেওয়া হয়। পরে স্বরাষ্ট্রমন্ত্রী কম্বল
বিতরণের পর সুশৃঙ্খলভাবে একজন করে প্রত্যেককে কম্বল দেওয়া হয়।
অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোক্তার সরদার, মহানগর দক্ষিণের নেতা আবুল বাশার, রমনা থানার আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোখলেছুর রহমান সহ বিভিন্ন নেতারা। এছাড়াও ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. মারুফ হোসেন সরদার সহ পুলিশের কর্মকর্তারা।