ধর্মের অপব্যবহারে ডিসিদের সতর্ক থাকতে বললেন চুমকি

chumkiসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ নারীর ক্ষমতায়নে ধর্মের অপব্যবহার যেন বাধা হতে না পারে, সে জন্য জেলা প্রশাসকদের সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

বুধবার বিকেলে জেলা প্রশাসক সম্মেলনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কার্যঅধিবেশন শেষে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, আল্লামা শফিসহ হেফাজতিরা নানা রকম কথা বলে নারীর ক্ষতায়নকে পেছনে ঠেলে দিতে চায়। তাদের কোন ধর্মীয় অপপ্রচার নারীর উন্নয়নে যেন বাধা সৃষ্টি করতে না পারে, সে জন্য মাঠ পর্যায়ে থানা নির্বাহী কর্মকর্তাদের ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া জেলা প্রশাসকদের মূল কাজ সরকারি কার্যক্রম যথাযথভাবে নজরদারি বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ