শুক্রবার রাজপথে নামছে “ঢাকা ক্লিন”এর ২০০০+ কর্মী

সাইফুর রহমান, প্রতিবেদক, এবিসি নিউজ বিডি,

ঢাকাঃ পরিচ্ছন্নতা বিষয়ে নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে  শুরু হোক আমার থেকে’ এই  স্লোগান সামনে রেখে ঢাকাক্লিন” নামের স্বেচ্ছাসেবী সংগঠন আগামী ২০ জানুয়ারি শুক্রবার বিকাল সাড়ে ৩টায় পরিচ্ছন্ন অভিযান এবং রোড শো’র আয়োজন করতেযাচ্ছে।

১৮ জানুয়ারি (বুধবার) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যজানানো হয়।

সংবাদ সম্মেলনে, সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত বিজয় সরণি থেকে শাহবাগ পর্যন্ত রাস্তা পরিষ্কার এবং রোড শো তে প্রায় ২০০০ এর অধিক স্বেচ্ছাসেবি সদস্যরা  অংশ গ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেন সংগঠনটির কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক ফরিদ উদ্দিন মিলন।

সংবাদ সম্মেলনে উপস্থিত চট্টগ্রাম বিভাগের প্রধান সমন্বয়ক বাদশা ফয়সাল জানান, ২০১৬ সালের ৩ জানুয়ারি ২৪জন সেচ্ছাসেবীদের নিয়ে আমদের এই সংগঠনের যাএা শুরু করি। আজ আমাদের কর্যক্রম চারটি বিভাগীয় শহরে পর্যায়ক্রমে কর্মসূচি চলছে ।

মানুষের ভিতরে পরিবর্তন আসছে বলে ফয়সাল  একটি পরিসংখান উল্লেখ করে বলেন, আজ আমাদের ২৩০০ এর বেশি স্বেচ্ছাসেবী রয়েছে। তারাওতো এক সময়ে এ ভাবে চিন্তা করত না । এখন এরা সবাই সচেতন এবং অন্যকেও সচেতন করার জন্য এ ধরনের কর্মসূচিতে নিজেদেরকে আত্ব-নিয়োগ করছে।

সংগঠনটির কেন্দ্রিয় প্রধান স০মন্বয়ক ফরিদ উদ্দিন মিলন আইনি জটিলতা প্রশাঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, “হলী আর্টিসান” ঘটনার সময় আমাদের কর্মসুচী খিলগাঁয়ে ছিল রাত ১২টার পর থেকে। ‘ঐ সমায়ে খিলগাঁও থানার ওসি মইনুল ভাই’ পুলিশ দিয়ে আমাদের সকল স্বেচ্ছাসেবীদের কে সারারাত কর্মসূচি চলা অবস্থায় পাহারা দিয়েছেন। এবং আমরা যেখানেই এ কর্মসূচি পালন করতে যাই সেখানেই তাদের সর্বোচ্চ  সহোযোগিতা পেয়েছি। এ ঘটনায় প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপনও করেন।

রাজধানীর রাস্তা এবং এর চারপাশ আবর্জনায় ঢাকা। নলসমূহ আবর্জনায় ভরে যাচ্ছে। সাধারণ মানুষের ভিতর এব্যাপারে কোনো সচেতনতা নেই। এ সচেতনতা তৈরিকেই মূল মন্ত্র হিসেবে নিয়ে “ঢাকা ক্লিন” এ পদক্ষেপ নিয়েছে। যার প্রধানলক্ষ্য উন্মুক্ত এবং যত্রতত্র ময়লা ফেলার কুফল সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা বলে।

ঢাকা বিভাগের প্রধানসমন্বয়ক মারুফ হুসাইন বলেন, সমাজ পরিবর্তনের আগে নিজেদের পরিবর্তন হতে হবে এই পরিবর্তনের অঙ্গীকার নিয়েই আমরা রাজধানীর গুলশান, ধানমণ্ডি, কলাবাগান ও খিলগাঁও সহ বিভিন্য জায়গায় আমরা এ কর্মসূচি পালন করে আসছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন “ঢাকা ক্লিন” এর কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক ফরিদ উদ্দিন মিলন, রংপুর ডিভিশনের প্রধান সমন্বয়ক, হাসান। রাজশাহী ডিভিশনের প্রধান সমন্বয়ক জিলহাজ উদ্দিন। চট্টগ্রাম ডিভিশনের প্রধান সমন্বয়ক, বাদশা ফয়সাল। খুলনা ডিভিশনের প্রধান সমন্বয়ক, আশরাফুল এবং ঢাকা ডিভিশনের প্রধান প্রধান সমন্বয়ক, মারুফ হুসাইন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ