ভয় নেই “তুখোড়” নিয়ে

বিনোদন প্রতিবেদক, এবিসি নিউজ বিডি,
ঢাকাঃ হলগুলোতে দর্শক টানছে ‘তুখোড়’ । ২০ জানুয়ারী মুক্তি পাওয়া মিজানুর রহমান লাবু পরিচালিত প্রথম সিনেমা ‘তুখোড়’। পাশাপাশি এই সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে অভিষেক ঘটলো নবাগত নায়ক শিবলী নওমানের।
ঢাকার মধ্যে তুখোড় মুক্তি পেয়েছে অভিসার, শ্যামলী, বিজিবি, পূরবী, আনন্দ, রাজমনি, শাহিন ও সাভারের সেনা সিনেমা হলে। প্রথম দিনের প্রথম শো থেকেই হলগুলোতে দর্শকদের আনাগোনা লক্ষ করা যায়। দুপুরের পর থেকে দর্শকদের উপস্থিতিতে হলের সিট ছিল পরিপূর্ন। এশিয়া ও পূরবী হল ছিল হাউজফুল। পূরবী হলের ম্যানেজার নূরু মিয়া জানান- “নতুন নায়ক শিবলীকে নিয়ে একটু ভয়ে ছিলাম। দর্শক কিভাবে নিবে। কিন্তু ফাস্ট শো’র পর থেকে দর্শকের মুখে নতুন নায়কের প্রশংসা শুনছি। শেষ দুটি শো’র সেল দেখে মনে হচ্ছে সিনেমাটা ভাল যাবে”।
এদিকে রাজধানীর ফার্মগেট এলাকার আনন্দ হলে প্রথম শো থেকেই ব্যবসা ভাল ছিল। দর্শকদের আগ্রহ দেখে হল ম্যানেজার কিছুটা অবাক হয়েছেন। তবে টিকিট বিক্রি দেখে তিনি আনন্দিত। অন্যদিকে দর্শকদের অভিযোগ নিয়মিত সময়ের চেয়ে বেশী দামে টিকিট বিক্রি করা হচ্ছে এই হলে। ঢাকার বাইরের হলগুলোতেও আশানুরুপ ব্যবসা করেছে তুখোড়।
প্রথম দিনের সব গুলো শো’তে দর্শক টানছে, এতে অনুমান করাই যায় তুখোড় দর্শকদের ভাল লাগছে। এমনটি বললেন সিনেমাটির প্রযোজক, এহ্তেশামুল হক সানজিব। শিবলী-রাতাশ্রী ছাড়াও সিনেমার গুরুত্বপূর্ণ কিছু চরিত্রে অভিনয় করেছেন শক্তিশালী অভিনেতা আলীরাজ, বাপ্পারাজ এবং শিমুল খান। এছাড়াও দেখা যাবে রহমতউল্লাহ, মাহমুদুল ইসলাম মিঠু, টুটুল চৌধুরী, রাশেদ মামুন ও শায়েরীকে। এদিকে সিনেমার একটি ক্লাব সং-এ পারফর্ম করতে দেখা যাবে সানজানা মিতুকে। সিনেমাটিতে গান আছে চারটি। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন বেলাল খান, তানভীর আলম সজীব, সামিরা জুবেরী হিমিকা, ঐশী এবং কলকাতার শিল্পী জোজো। সঙ্গীত পরিচালনা করেছেন বেলাল খান, তানভীর আলম সজীব এবং কলকাতার প্রসেনজিত চট্টোপাধ্যায়। টাইটেল সং করেছেন প্রত্যয় খান। যেখানে কণ্ঠ দিয়েছেন রাজ্জাক দেওয়ান, পারভেজ ও আরিফ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ