সরকার ও কমিশনের নির্দেশনায় জাতীয় নির্বাচনে কাজ করবে প্রশাসন

dc sonmelonসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ প্রশাসনের অভ্যন্তরে গণতন্ত্র রয়েছে দাবি করে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা জাতীয় নির্বাচন প্রশ্নে বলেছেন, সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশ মতোই কাজ করবে জেলা প্রশাসন।

তিনদিন ব্যাপী আয়োজিত জেলা প্রশাসক সম্মেলনের সমাপনিতে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব এ কথা বলেন।

জেলা প্রশাসক সম্মেলনে শেষ দিন বৃহস্পতিবার বিকেলে সমাপনি ব্রিফিংয়ের সময় মন্ত্রিপরিষদ সচিব বলেন, সেনাবাহিনী মোতায়েন ছাড়াই জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম তার ভাবনা তুলে ধরেছেন।

জাতীয় নির্বাচন নিয়ে জেলা প্রশাসকদের সরকারি নির্দেশনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, গণতন্ত্র কেবল পর্লামেন্টেই থাকে না, গণতান্ত্রিক দেশের সবখানেই থাকে। প্রশাসনের অভ্যান্তরেও গণতন্ত্র আছে।

তিনি আরো বলেন, প্রশাসনের সব সিদ্ধান্ত আলোচনার ভিত্তিতেই নেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব এককভাবে কোন সিদ্ধান্ত নেন না।

জাতীয় নির্বাচনে প্রশাসনের ভূমিকা কি হবে এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকার যেভাবে নির্দেশ দেবে, প্রশাসন সেভাবেই কাজ করবে। নির্বাচন কমিশন যেভাবে নির্দেশনা দেবে, সেভাবেই ভূমিকা পালন করবে প্রশাসন।

বিদ্যমান স্থানীয় সরকার ব্যবস্থায় সেবাদান কঠামো বিস্তৃত। যা পর্যালোচনার দাবি রাখে। তবে বিষয়টি সময় সাপেক্ষ বলেও উল্লেখ করেন সচিব।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ