কাজাখে সিরীয় সরকার ও বিদ্রোহীদের মধ্যে প্রথম দিনের আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: কাজাখ রাজধানী আস্তানায় সোমবার সিরিয়ার বিদ্রোহী ও সরকারপক্ষ আলোচনায় বসতে যাচ্ছে। দেশটির সংঘাত নিরসনে এটি এ ধরণের সর্বশেষ প্রচেষ্টা।
সিরিয়ায় আসাদ সরকারের শাসনের বিরুদ্ধে ২০১১ সালে যুদ্ধ ছড়িয়ে পড়ার পর থেকে এটি হবে তার সরকারের সাথে বিদ্রোহী গ্রুপের বিশেষ প্রতিনিধি দলের প্রথম আলোচনা।
গ্রিনিচ মান সময় ০৮০০ টায় তাদের মধ্যে এ আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। যুদ্ধে জড়িত সকল পক্ষ এ আলোচনাকে স্বাগত জানিয়েছে। উভয় পক্ষের প্রতিনিধিরা আলোচনার লক্ষে ইতোমধ্যে কাজাখস্তানে পৌঁছেছে।
বিদ্রোহী গ্রুপ জানায়, গত মাসে ভেঙ্গে যাওয়া দেশব্যাপী অস্ত্রবিরতি জোরদার করার ওপর বেশী গুরুত্ব দেয়া হবে। তুরস্ক ও রাশিয়ার মধ্যস্থতায় এ অস্ত্রবিরতি চুক্তি করা হয়েছিল।
কিন্তু একটি সাধারণ ক্ষমা চুক্তির বিনিময়ে বিদ্রোহীদের অস্ত্র জমা দেয়া এবং সংঘাত বন্ধে ব্যাপক ভিত্তিক রাজননৈতিক সমাধানের ওপর আসাদ সরকার জোর দিয়ে আসছে। উল্লেখ্য, দেশটিতে দীর্ঘদিন ধরে চলা এ যুদ্ধে ৩ লাখ ১০ হাজারের বেশী লোক নিহত এবং দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক গৃহহীন হয়ে পড়েছে।
বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পোর বিভিন্ন এলাকা সরকারি বাহিনী দখল করে নেয়ার এক মাস পর তুরস্ক, রাশিয়া ও ইরান আয়োজিত এ আলোচনাকে সংঘাত শুরুর পর প্রথম বড় ধরণের বিজয় হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ