৭ আগস্টের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধের তাগিদ শ্রমমন্ত্রীর

rajuসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আগামী ৭ আগস্টের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের জন্য বিজিএমএইএ (বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন) এবং বিকেএমইএকে (বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন) তাগিদ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মালিক-শ্রমিকদের এক বৈঠকে গার্মেন্টস মালিকদের প্রতি এ আহবান জানান শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু।
উল্লেখ্য, গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে আগামী ৬ আগস্টের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা দেওয়ার নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া ঈদের আগে কোনো গার্মেন্টস থেকে শ্রমিক ছাঁটাই না করারও নির্দেশনা আসে ওই বৈঠক থেকে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ