আ.লীগ সাংসদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা
নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ মোসলেম উদ্দিনের বিরুদ্ধে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা হয়েছে। আজ সোমবার দুপুরে ময়মনসিংহের ২ নম্বর আমলি আদালতে মামলাটি করেন জালাল উদ্দিন নামের একজন মুক্তিযোদ্ধা। মামলায় আরও ২৬ জনকে আসামি করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ময়মনসিংহের ২ নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাহবুবুল হক মামলাটি মানবতাবিরোধী অপরাধের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দিয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী ফজলুল হক বলেন, মামলায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুণ্ঠনসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের সঙ্গে মোসলেম উদ্দিনের জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
এ ব্যাপারে বক্তব্য জানার জন্য সাংসদ মোসলেম উদ্দিনের মুঠোফোনে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।