সরকারের কৃষিঋণ পদ্ধতি ভাল: অর্থমন্ত্রী

abulmalabdulmuhitসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ কৃষিঋণ নিয়ে প্রাইভেট ব্যংকগুলোর বিরুদ্ধে জেলা প্রশাসকদের অভিযোগের বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সরকারের কৃষিঋন পদ্ধতি ভাল।

বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিন অর্থ মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এতথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, জেলঅ প্রশাসকরা বলেছেন, সরকারের কৃষিঋণ পদ্ধতি ভাল, তবে প্রাইভেট ব্যাংকগুলো ঠিকমত বিতরণ করে না। ফলে মাঠ পর্যায়ে কৃষকদের অনেক অসুবিধা হয়।

আবুল মাল আবদুল মুহিত বলেন, ডিসিরা জানিয়েছেন, জরুরী ভিত্তিতে দুর্যোগের জন্য বেশি বরাদ্দ দেওয়া দরকার। আমি বলেছি, ‘দুর্যোগ ব্যবস্থাপনার জন্য একটি ফান্ড রয়েছে। এই ফান্ড যাতে তারা ব্যবহার করতে পারেন, সে ব্যবস্থা নেওয়া হয়েছে।’

বিদেশের টাকা লেনদেনে পেমেন্ট সার্ভিস অপারেটর-পে-পাল সিস্টেম নিয়ে জেলা প্রশাসকদের প্রস্তাবে অর্থমন্ত্রী বলেন, এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে কথা হয়েছে। এ নিয়ে কেন্দ্রীয় ব্যাংক নির্দেশনা জারি করবে। নির্দেশনা জারির পর আউট করে যারা বিদেশের টাকা আদান প্রদান করতে চায় তাদের সমস্যা নিরসন হবে।

অর্থমন্ত্রী জানান, জেলা প্রশাসকরা জুন-জুলাই এর পরিবর্তে এপ্রিল-মে করার প্রস্তাব করেছিল। আমি বলেছি বাজেট প্রক্রিয়া পরিবর্তনের সুযোগ নেই।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ