ছাত্র রাজনীতি এখনও লেজুড়ভিত্তিক
নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা:স্কুল থেকে কলেজে ভর্তি এ যেন এক বিশাল অনুভূতি। অনেকদিন পূর্বে আমি যখন মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তি হই, তখন আমাদের অভিনন্দন জানিয়ে এবং বাংলাদেশ ছাত্রলীগের পতাকাতলে সমবেত হওয়ার সংগ্রামী আহ্বান জানান সিলেটের সেই সময়ের প্রিয় ছাত্রনেতা বিধান কুমার সাহা।
আরো অনেকেই সেইদিন তাদের পতাকাতলে আমাদের সমবেত হওয়ার সংগ্ৰামী আহ্বান জানিয়েছিলেন যা আজও স্মৃতিপটে। ক্যাম্পাস দখল, হোস্টেল দখল, কর্তৃত্ব সব কিছুর সংমিশ্রণে কলেজ ক্যাম্পাসে ছিল টান টান উত্তেজনা। ক্যাম্পাসের ভিতরে এক্সেল মটর বাইক নিয়ে ৬০ মাইল স্পিডে লেন্ডিং অতঃপর হার্ডব্রেক এ যেন বাংলা সিনেমার ভিলেনদের মতো তুলকামান্ড।
প্রিয় কলেজের দেয়ালে পোস্টারিং সাদা রক্তাত্ব পাঞ্জাবি পরিহিত নিখোঁজ ইলিয়াস আলী হুঙ্কার ছেড়ে বলছেন -‘আমাকে ধ্বংস করা সহজ, সৃষ্টি করা কঠিন’-যা খুবই মনোযোগ নিয়ে দেখছিলাম। হঠাৎ বিকট শব্দ! সমগ্র ক্যাম্পাস জুড়ে কালো ধোয়া অনেকটা শীতের দিনের কুয়াশার মতো হয়ে গেল।
তাৎক্ষণিকভাবে কলেজ এডমিশন অফিসে ঢুকে নিরাপদ অবস্থান নেই, পরিস্থিতি অনুকূলে আসে কিছুক্ষণের মধ্যে। একদিন আমার প্রিয় শিক্ষক অধ্যাপক বিজিত কুমার সাহা ক্লাস নিচ্ছিলেন হঠাৎ আবার বিকট শব্দে মুহূর্তেই রণক্ষেত্র সমগ্র ক্যাম্পাস। ক্লাসে আমাদের উদ্বেগ উৎকণ্ঠা দেখে স্যার বললেন, দরজাটা বন্ধ করে দাও তোমাদের ক্লাস চলবে। স্যার দুঃখ ভারাক্রান্ত মনে বললেন, একটা সময় ছিল কলেজ ক্যাম্পাসে ছাত্ররা মারামারি শুরু করার পর আমাকে দেখলেই শান্ত হয়ে যেত।
বাবারা, আজকাল ভয় হয় ক্যাম্পাসে বের হয়ে তোমাদের সান্ত্বনা দিতে! চোখ বুজে যেভাবে তোমরা গুলি বর্ষণ করো তাতে বুলেট বিদ্ধ হয়ে নিজের বুক রক্তাক্ত হওয়ার সম্ভাবনাই বেশি। স্কুল পর্যায়ে একবার আমার কমলগঞ্জে ‘ছাত্র রাজনীতির’ সুফল ও কুফল নিয়ে বিতর্ক করেছিলাম। আমার প্রিয় শিক্ষক দুরুদ আহমদ বি এস সি কমলগঞ্জি ছাত্র রাজনীতির পক্ষে-বিপক্ষে যুক্তি উপস্থাপন করে আমাদের তৈরি করেছিলেন একটি শক্তিশালী ভূমিকা নেয়ার জন্য।
আজ একটু মাতব্বরি করতে চাই ছাত্র রাজনীতি নিয়ে, বিশেষ করে স্কুল পর্যায়ে আমাদের মাসুম বাচ্চাদের ব্রেইন ওয়াস ও প্রাসঙ্গিক কিচ্ছা!
আমাদের গর্বিত ইতিহাস ধারণকারী ছাত্র রাজনীতির বর্তমান অবস্থা কী? এই বিষয়ে তেমন প্যাচাল পাড়ার ইচ্ছে আমার নেই। ছাত্র রাজনীতির সুফল আর কুফল নিয়ে সেই প্রাইমারি স্কুল থেকে আজ অবধি শুনে আসছি। মৌলিক সমস্যা সমাধান উত্তরণের জন্য আমরা দায়িত্বশীলরা (Roundabout) রাস্তায় শুধুই ঘুরছি আর ঘুরছি কোন Exit নিচ্ছি না। সেই একই চিন্তা চেতনা নিয়েই আমরা অগ্রসর হচ্ছি সামনের দিকে- Nothing has been change since।
ছাত্র রাজনীতি বলতে আমি স্বাভাবিকভাবে যা বুঝি ছাত্রছাত্রী সংশ্লিষ্টদের কল্যাণের জন্য রাজনীতি। কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা পড়াশুনা করবে, ডিগ্রী অর্জন করবে, নিজের ক্যারিয়ার গড়বে। প্রশ্ন, এক্ষেত্রে রাজনীতি করার প্রয়োজনটা কী? প্রয়োজন আছে এই জন্যই যে, শিক্ষার বিভিন্ন স্তরে যে বৈষম্য অনিয়ম তা দূর করার জন্য ছাত্র রাজনীতি ভূমিকা রাখতে পারে। ভূমিকা রাখতে পারে ছাত্রদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে। আজকে যারা ছাত্র আগামি দিনে তারা সমাজ ও রাষ্ট্রের কর্নধার। সমাজ ও রাষ্ট্রকে নেতৃত্ব দেয়ার রাজনৈতিক ও একাডেমিক যোগ্যতা তাদেরকে অর্জন করতে হবে। আর দেশ ও সমাজের প্রতি আগামীর ভবিষ্যত প্রিয় ছাত্রদের একটা দায়িত্ববোধ তো আছেই।
দুঃখজনক হলেও কাহিনী সত্য যে, সরকার ও রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় ক্যাম্পাসে সহিংসতা চলছে সেই থেকে আজ অবধি। নিজেদের স্বার্থে ছাত্রদের পড়াশুনার জায়গা থেকে সরিয়ে দিয়ে এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে। আমরা ছাত্র রাজনীতি বন্ধ করার কথা বলছি কিন্তু আমরা প্রধান সমস্যাটিকে সামনে নিয়ে আসছি না। যে ছাত্রের হাতে বই থাকার কথা তার হাতে অস্ত্র কেন? একজন ছাত্র যদি বিশ্ববিদ্যালয়ের কলেজ ছাত্র সংসদের নেতা হতে চায় তার চিন্তা চেতনায় থাকতে হবে আমি কিভাবে সবার চেয়ে চরিত্রবান নীতিবান ও মেধাবি হব। প্রতিদিন তাকে ক্লাসে উপস্থিত হতে হবে, সহপাঠি ছাত্রদের কাছে তার যোগ্যতা প্রমান করতে হবে। তাকে নিয়ম নীতি মেনে ক্যাম্পাসে চলতে হবে। তাকে যদি সত্যিকারের নেতা হতে হয় তাহলে সে প্রথমে নিজেকে বোঝার চেষ্টা করবে, নিজের বিচার-বুদ্ধি দিয়ে আসল মনুষ্যত্বকে খুঁজে নিবে। ভাইসব, আজকাল কি এই গুলো চোঁখে পড়ে?
বাংলাদেশে ছাত্র রাজনীতির একটি গৌরবজ্জল অধ্যায় রয়েছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ৬৯-এর গণআন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন জাতীয় আন্দোলনে ছাত্রসমাজ গৌরবময় ভূমিকা রেখেছে। কিন্তু সে অবস্থা কি আজ আর আছে? স্বাধীন দেশে ছাত্ররা দিকভ্রান্ত হয়ে পড়েছে। রাজনীতিতে তাদের যে আদর্শ ছিল তা আজ ভূলুণ্ঠিত। স্বার্থ যেখানে মুখ্য সংঘাত সেখানে অনিবার্য-আমরা দেখে না দেখার ভান করি। আমাদের ছাত্র সংগঠনগুলো শুধু যে প্রতিপক্ষকে আক্রমণ করে থাকে তা নয়, সংগঠনের অভ্যন্তরেও সংঘাত দানা বেঁধে ওঠে নানা স্বার্থে। ছাত্র সংগঠনগুলো অতিমাত্রায় দলীয় রাজনীতিতে ঝুঁকে পড়ায় তাদের মধ্যে সহিংসতা বাড়ছে। ছাত্র নেতারা মামুলি বিষয় নিয়ে প্রতিপক্ষের ওপর চড়াও হচ্ছে। অনেক মেধাবী ছাত্রের জীবন এভাবে অকালে ঝরে পড়ছে। সংঘাতের কারণে অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। বিঘ্নিত হচ্ছে লেখাপড়ার স্বাভাবিক পরিবেশ।
নেতা কোনো বিশেষ মানুষ নয়, নেতা হলো অনেক মানুষের সমষ্টি। যে মানুষের মধ্যে অনেক মানুষ আসে সে হলো নেতা। আমাদের দুর্ভাগ্য হলো বিভিন্ন অজুহাতে স্বাধীনতার পর আমাদের ভাগ্যের পরিবর্তনের জায়গা গুলোর প্রাতিষ্ঠানিক রুপ লাভ করেনি। আজকের ছাত্র সমাজকে বিপথগামী করার জন্য দায়ী হলো আমাদের যে কোনো সময়ের সরকার ও রাজনৈতিক দলগুলো।
ছাত্রদের হাতে অস্ত্র দিয়ে তাদের সরকার ও দলের লেজুড় বাহিনীতে পরিণত করেছে। তাদের গাড়ি-বাড়ি চাকরির লোভ প্রলোভন দেখিয়ে পড়াশুনা থেকে দূরে সরিয়ে ফেলা হয়েছে। তাদের বানিয়ে ফেলা হয়েছে দখলদার বাহিনীতে। প্রিয় ছাত্রদের উদ্দেশে আমাদের নেতাদের কখনও বলতে শুনিনি যে তোমাদের হাতে অস্ত্র কেন? তোমাদের প্রধান কাজ হল ভাল ছাত্র হওয়া, জ্ঞানার্জন করা এবং রাজনীতি সচেতন হওয়া। এ দেশের সুন্দর ভবিষ্যত বিনির্মানে তোমরা একটি ভিশন তৈরি করতে পার এবং রাজনীতি বিষয়ে পড়ে জ্ঞান অর্জন কর! তাই যা বলতে চাই আমাদের রাজনৈতিক নেতাদের চিন্তা চেতনা মেধায় মননে একটা আমূল পরিবর্তন দরকার।
বাংলাদেশ আওয়ামী লীগ পার্টি সেক্রেটারি সম্প্রতি বলেছেন ছাত্র রাজনীতি অতীতের যে কোন সময়ের থেকে ভাল। উনার অবস্থান অভিজ্ঞতা একজন সাবেক সফল ছাত্রনেতা ও পার্টি সেক্রেটারি হিসেবে অনেকটা দায়িত্ববোধ থেকেই বলেছেন। পাশাপাশি কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সেক্রেটারিকে Encourage করেছেন -বলেছেন তারা যাতে আরো ভালো কাজ করেন এবং ছাত্র রাজনীতিকে নিয়ে আসতে পারেন একটি ইউনিক কাঠামোতে।
আমি সামগ্রিকভাবে ছাত্রনেতা, ছাত্ররাজনীতিকে দোষারোপ করছি না, করা ঠিকও হবে না। অনেকে ছাত্রনেতা আছেন যারা শিক্ষা দীক্ষায় নিজেদের প্রতিষ্ঠা করেছেন, যাদের কথাবার্তা আচার-আচরণ রাজনৈতিক দূরদর্শিতা, প্রজ্ঞা দেশপ্রেম ও নেতৃত্বের গুণাবলী আকর্ষণীয় অনুকরণীয়। আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই চোখে পড়ে কিছু অতি উৎসাহী নেতাকর্মী স্কুল পর্যায়ে আমাদের মাসুম বাচ্চাদের রাজনীতির সংস্পর্শে নিয়ে আসার অনুপ্রেরণা দিচ্ছেন। মনে হচ্ছে কিছুদিন পরে আমরা কিন্ডার গার্ডেনের দিকে ধাবিত হব!
আপনাদের একটি উদাহরণের পুনরাবৃত্তি করছি -অনেকদিন পূর্বে একটি বেসরকারি জরিপে প্রিয় অধ্যাপক জাফর ইকবালকে দেশের সেরা দশ ব্যাক্তির লিষ্টে দেখে তিনি নিজের অনভূতি ব্যাক্ত করেছিলেন একটি আর্টিকেলের মাধ্যমে এই ভাবে যে, দেশে জ্ঞানী-গুণী ভাল মানুষের বড়ই অভাব লক্ষ্য করছি, আর কেউ জানুক আর না জানুক আমি তো নিজে জানি আমি কত জ্ঞানী-গুণী মহাজন। দেশের সেরা দশজন জ্ঞানী-গুণী মহাজনের লিষ্টে আমার নাম সিলেক্ট করা কি ঠিক হয়েছে?
তাই বলতে চাচ্ছি আমরা যারা আমাদের ছোট্ট ছোট্র বাচ্চাদের নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় মাথায় এনে ঠান্ডা মাথায় তাদের লেখাপড়ায় বিঘ্ন ঘটাচ্ছি। একজন আপোষহীন ছাত্রনেতা অথবা পাতিনেতা হিসেবে আপনাকে চিন্তা করতে হবে আপনার নিজের অর্জনটা কি? মানুষের ভালোবাসায় সামাজিকভাবে আপনি কতটা সিক্ত। অথবা ব্যক্তি জীবনে আপনি কতটা সাফল্যের স্বীকৃতি রেখেছেন যা দেখে শুনে আমাদের ঐ সকল স্কুল পড়ুয়া ছাত্ররা একটু অনুপ্রেরণা পাবে লেখা পড়া বা ছাত্ররাজনীতিতে নিজেদের সম্পৃক্ত করতে? আমাদের আগামীর ভবিষ্যৎদের কথা চিন্তায় এনে আমাদের বিষয়টি ভাবতে হবে।
ছাত্রছাত্রী বা ছাত্ররাজনীতির উদ্দেশে আজ কালকের নেতাকর্মীদের বাণী বিবৃতি উপদেশ প্রায়ই চোখে পড়ে। বাণী চিরন্তন, কিন্তু তাদের বাণী কতটা চিরন্তন আত্মবিশ্বাস নিয়ে তা বলতে পারছিনা। তাদের ইশারা-ইঙ্গিত দিকনির্দেশনা নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট। বঙ্গবন্ধুর আত্মজীবনী বই পড়ে আরেকবার মনে হল কেন জাতির জনককে বঙ্গবন্ধু উপাধীতে ভূষিত করা হযেছে! ছাত্র ও ছাত্র রাজনীতির উদ্দেশ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি কিছু বলেছিলেন তা জানার ইচ্ছে হল।
অনেক চেষ্টার পর খুঁজে পেয়েছি- ১৯ অগাস্ট, ১৯৭৩, সোহরাওয়ার্দি উদ্যানে ছাত্রলীগের জাতীয় সম্মেলনে ছাত্রদের উদ্দেশ্যে জাতির জনক বঙ্গবন্ধু কি বলেছিলেন তা পড়ে আমার কাছে আবার মনে হলো বঙ্গবন্ধু শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না তিনি ছিলেন একজন অভিভাবক এবং thoughtful ব্যাক্তিত্বের অধিকারী শ্রেষ্ঠ বাঙালি।
ছাত্রলীগের উদ্দেশে বঙ্গবন্ধু বলছেন বাবারা, একটু লেখাপড়া শিখ। যতই জিন্দাবাদ আর মুর্দাবাদ কর, ঠিকমত লেখাপড়া না শিখলে কোনো লাভ নেই। আর লেখাপড়া শিখে যে সময়টুকু থাকে বাপ-মাকে সাহায্য কর। প্যান্ট পরা শিখেছো বলে বাবার সাথে হাল ধরতে লজ্জা করো না। দুনিয়ার দিকে চেয়ে দেখ- কানাডায় দেখলাম ছাত্ররা ছুটির সময় লিফট চালায়। ছুটির সময় দু’পয়সা উপার্জন করতে চায়। আর আমাদের ছেলেরা বড় আরামে খান, আর তাস নিয়ে ফটাফট খেলতে বসে পড়েন। গ্রামে গ্রামে বাড়ীর পাশে বেগুন গাছ লাগিও, কয়টা মরিচ গাছ লাগিও, কয়টা লাউ গাছ ও কয়টা নারিকেলের চারা লাগিও। বাপ-মারে একটু সাহায্য কর। কয়টা মুরগী পাল, কয়টা হাঁস পাল। জাতীয় সম্পদ বাড়বে। তোমার খরচ তুমি বহন করতে পারবে। বাবার কাছ থেকে যদি এতটুকু জমি নিয়ে ১০টি লাউ গাছ, ৫০টা মরিচ গাছ, কয়টা নারিকেলের চারা লাগায়ে দেও, দেখবে ২/৩ শত টাকা আয় হয়ে গেছে। তোমরা ঐ টাকা দিয়ে বই কিনতে পারবে।
কাজ কর, কঠোর পরিশ্রম কর, না হলে বাঁচতে পারবে না। শুধু বিএ, এমএ পাস করে লাভ নেই। আমি চাই কৃষি কলেজ, কৃষি স্কুল, ইঞ্জিনিয়ারিং স্কুল, কলেজ ও স্কুল, যাতে সত্যিকারের মানুষ পয়দা হয়। বুনিয়াদি শিক্ষা নিলে কাজ করে খেয়ে বাঁচতে পারবে। কেরানী পয়দা করেই একবার ইংরেজ শেষ করে দিয়ে গেছে দেশটা। তোমাদের মানুষ হতে হবে ভাইরা আমার। আমি কিন্তু সোজা সোজা কথা কই, রাগ করতে পারবে না। রাগ কর, আর যা কর, আমার কথাগুলো শুন। লেখাপড়া কর আর নিজেরা নকল বন্ধ কর। আর এই ঘুষ, দুর্নীতি, চুরি-ডাকাতির বিরুদ্ধে গ্রামে গ্রামে থানায় থানায় সংঘবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তোল। প্রশাসনকে ঠিকভাবে চালাতে সময় লাগবে। তোমাদের আমি এতটুকু অনুরোধ করছি, তোমরা সংঘবদ্ধ হও। আর মেহেরবানী করে আত্মকলহ করো না। এক হয়ে কাজ কর। দেশের দুর্দিনে স্বাধীনতার শত্রুরা সংঘবদ্ধ, সাম্প্রদায়িকতাবাদীরা দলবদ্ধ, তোমাদের সংঘবদ্ধ হয়ে দেশকে রক্ষা করতে হবে।
আচ্ছা, এহেন অবস্থা কতদিন চলবে? যে ছাত্র সমাজের ওপর দেশ ও জাতির অনেক আশা আকাঙ্ক্ষা একদিন যারা দেশের হাল ধরবে, তাদের মধ্যে হানাহানি ও প্রতিহিংসার রাজনীতি বন্ধ না হলে দেশ কিভাবে উন্নত হবে? অনেক বাবা-মা সন্তানদের উচ্চশিক্ষা অর্জনের জন্য কষ্ট করেন। অনেক আশা ও স্বপ্ন থাকে তাদের মনে একদিন তাদের সন্তান মানুষ হয়ে তাদের ভাগ্যের সাথে দেশ ও দশের উন্নতি ঘটাবে। কিন্তু সন্ত্রাস লেজুড়ভিত্তিক রাজনীতি wrong direction এর কারণে যখন তাদের সন্তান লাশ হয়ে বাড়ি আসে তখন স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়।
সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নের জন্যই রাজনীতি এবং তা নিশ্চিত করতে হলে ছাত্রসমাজকে তাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। দেশের শিক্ষা এবং শিক্ষাঙ্গনকে যে সব সমস্যা গ্রাস করেছে, তা থেকে বের হয়ে আসতে হবে। ছাত্রদের রাজনীতি হবে শিক্ষা দিক্ষা ও শিক্ষাঙ্গনের উন্নয়নে নেতৃত্ব অর্জনে। ছাত্র সংগঠনগুলো চলবে তাদের নিজস্ব ধারায়। প্রতিপক্ষ ছাত্র সংগঠনের সঙ্গে আদর্শগত কিছু অমিল থাকলেও দেশের বৃহত্তর স্বার্থে তাদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন গড়ে তুলতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে প্রতিযোগিতা আর প্রতিহিংসা এক জিনিস নয়।
অনেক কিছুই বিচ্ছিন্নভাবে আলোচনা করেই ফেলেছি। তিলকে যেমন তাল বানানো যায় না তা জেনেও আমরা তাল বানাইয়া আনন্দ পাই। কয়লা ধুইলে ময়লা যায়না এরপরও আমরা কয়লা পরিষ্কার করতেই আছি। সামাজিক মাধ্যমে দেখলাম এক মানসিক রোগী (পাগল) দর্শকদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন, বলছেন ভাইরা আমার বিদেশ যাইতে হলে আমাদের কি থাকতে হবে? পাসপোর্ট এবং ভিসা! কবরে যাইতে হলেও আমাদের দুইটা জিনিস দরকার তা হলো ঈমান আর আমল। আমরা যদি ঈমান আর আমল নিয়ে কবরে না যেতে পারি তাহলে ভিসা-পাসপোর্ট ছাড়া মালয়েশিয়া গেলে যেভাবে পুলিশের গুতুনি খাইতে হয় সেভাবেই কবরে গেলে আমাদের গুতুনি খাইতে হবে। আমরা সবাই পাগল কিন্তু আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বুঝি ঐ পাগলের মত। আমরা সবই জানি এবং বুঝি, আমাদের আগামীর ভবিষৎকর্ণধার মেধাবী ছাত্র ছাত্রীদের আমাদের অতি ক্ষুদ্র স্বার্থে ব্যবহার করছি, তাদের বিপদগ্রস্ত করছি যা মোটেই কাম্য নয়।
পরিশেষে যা বলতে চাই ছাত্র রাজনীতির নামে চাতুরীপনা করে আমরা যাতে আমাদের কোমল মতি বাচ্চাদের ব্রেইন ওয়াস না করি সেই বিষয়টি আমাদের ভাবিয়া দেখিতে হইবে। আমাদের নিজেদের অর্জন জিরো তাই বলে আমাদের বাচ্চাদের অর্জন ও জিরো হবে তা ঠিক না। প্রত্যেকটি পরিবারের-ই একটি ইউনিক স্বপ্ন থাকে তাদের কোমলমতি বাচ্চাদের নিয়ে। বাচ্চারা রাজনীতি করবে, রাজনীতি সচেতন হবে, তাদের মধ্যে থাকবে নেতৃত্বের প্রতিযোগিতা-কিন্তু তারা লেজুড়ভিত্তিক হবে না।
অভিভাবকদের বলছি আপনার মাসুম ছেলে-মেয়েকে কোনো অছাত্র, ছাত্রনেতা বা পাতিনেতা ব্যক্তি স্বার্থে ব্যবহার করছে কী না, লেখাপড়ার ক্ষতি করছে কিনা, অভিভাবক হিসেবে তা দেখার দায়িত্ব আপনারই।
নজরুল ইসলাম
ওয়ার্কিং ফর ন্যাশনাল হেল্থ সার্ভিস লন্ডন,
মেম্বার দি ন্যাশনাল অটিষ্টিক সোসাইটি ইউনাটেড কিংডম।
আজীবন সদস্য বাংলাদেশ মানবাধিকার কমিশন।