ঢাবিতে দু’দিনব্যাপী সংগীত উৎসব শুরু হচ্ছে

নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: আজ মঙ্গলবার ‘বিশ্ববন্ধনে সংগীত’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের উদ্যোগে দু’দিনব্যাপী ‘সংগীত উৎসব-২০১৬’ শুরু হচ্ছে। আজ সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এর উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি।

অনুষ্ঠানে প্রখ্যাত গুণী শিল্পী, গীতিকার-সুরকারদের সম্মাননা প্রদান করা হবে। এছাড়া, এই বিভাগের প্রয়াত শিক্ষক নীলুফার ইয়াসমীন-এর স্মরণে ‘নীলুফার ইয়াসমীন স্মারক বৃত্তি’ প্রদান করা হবে। অনুষ্ঠানের ২য় পর্বে ভারত থেকে আগত ও বাংলাদেশে বসবাসরত বিদেশী শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সমাপনী অনুষ্ঠানে পরদিন ২৫ জানুয়ারি বুধবার সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় মন্ত্রী পরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব এন এম জিয়াউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানের ২য় পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ এবং ভারত ও চীনের আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় সংগীত পরিবেশন করা হবে।

সূত্র: বাসস

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ