পরমাণু ক্ষেপণাস্ত্র আবাবিলের সফল পরীক্ষা পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: এবার ২২০০ কিমি দূরত্ব পর্যন্ত পরমাণু অস্ত্র বহনের ক্ষমতাসম্পন্ন সারফেস টু সারফেস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (এসএসএম) প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ করল পাকিস্তান। এর আগে গত ৯ ডিসেম্বর সাবমেরিন থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র বাবর-৩-এর সফল পরীক্ষা চালায় দেশটি।

‘আবাবিল’ নামে এই ক্ষেপণাস্ত্রের উতক্ষেপণ সফল বলে দাবি পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুরের। এক বিবৃতিতে তিনি বলেছেন, মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট রি-এন্ট্রি ভেহিকল (এমআইআরভি) নামে বহুমুখী প্রযুক্তি ব্যবহারে সক্ষম ক্ষেপণাস্ত্রটি। পাকিস্তানের দাবি, ভারতের একাধিক শহর ‘আবাবিল’-এর নিশানায় রয়েছে।

গফুর বলেন, ওই অস্ত্র সিস্টেমের নানা বৈচিত্র্যময় ডিজাইন ও প্রযুক্তিগত মাপকাঠি পরীক্ষা করে দেখতেই তার উৎক্ষেপণ করা হল। পাকিস্তান কর্তৃপক্ষে বিবৃতিতে বলা হয়েছে, পরমাণু অস্ত্র বয়ে নিয়ে যেতে সক্ষম আবিল শত্রু পক্ষের রাডারের নজর ফাঁকি দিয়ে নির্ভুলভাবে একাধিক টার্গেটে আঘাত করতে পারে। আঞ্চলিক স্তরে ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম ক্রমশ মজবুত হচ্ছে, পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সিস্টেম যাতে তার সঙ্গে পাল্লা দিতে পারে, তা সুনিশ্চিত করতেই আবাবিল অস্ত্র সিস্টেম তৈরি করা হয়েছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ