‘রইস’ ছবির প্রচারনায় ভক্তের মৃত্যু

নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: ট্রেনে ‘‌রইস’‌–এর প্রচার সেরে বিপাকে শাহরুখ খান। ট্রেনযাত্রীর মৃত্যু নিয়ে তদন্তের নির্দেশ দিলেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। মঙ্গলবার তিনি টুইট করে জানিয়েছেন, আরপিএফের ডিরেক্টর জেনারেল এই ঘটনার তদন্ত করবে।

সোমবার রাতে বডোদরায় স্টেশনে শাহরুখ সিনেমার প্রচারে যান। তাঁকে দেখতে এসে ভিড়ের চাপে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এক ভক্ত। শুনে এদিন শোক প্রকাশ করলেন শাহরুখ খান। বললেন, ‘‌দুর্ভাগ্যজনক ঘটনা। মৃতের পরিবারের জন্য আমার প্রার্থনা রইল।’‌

বুধবার মুক্তি পাবে ‘‌রইস’‌। ছবির প্রচারে আগস্ট ক্রান্তি ট্রেনে চেপে মুম্বই থেকে দিল্লি যাচ্ছেন শাহরুখ। সঙ্গে পরিচালক রাহুল ঢোলাকিয়া আর প্রযোজক রীতেশ সিধওয়ানি। স্টেশনে তাঁকে দেখতে নামছে জনতার ঢল। সোমবার রাতে স্ত্রী, মেয়েকে নিয়ে বরোদা স্টেশনে শাহরুখকে দেখতে যান ফরিদ খান পাঠান। বরোদার বাসিন্দা ফরিদ একজন সমাজকর্মী। প্রচণ্ড ভিড়ে জ্ঞান হারান তিনি। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। স্টেশনে ভিড় সরাতে লাঠি চালায় পুলিস। কয়েক জন সামান্য জখম হন। জ্ঞান হারান ২ রেলপুলিসও। তাঁদের চিকিৎসা চলছে। এদিন সকালে দিল্লির নিজামউদ্দিন স্টেশনে পৌছন শাহরুখ। সেখানেও তাঁকে দেখতে জড়ো হন হাজার ভক্ত। নিয়ন্ত্রণে আনতে হিমসিম খেতে হয় পুলিশকে।

সূত্র- আজকাল

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ