ঢাবি’র ইসলামিক স্টাডিজ বিভাগের ওয়েবসাইট উদ্বোধন
নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন বিভাগ ইসলামিক স্টাডিজ বিভাগের নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
বুধবার বেলা ১টায় উপাচার্য তার নিজ কার্যালয়ে এ ওয়েবসাইট উদ্বোধন করেন।
এসময় ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. আব্দুর রশীদসহ বিভাগের সকল শিক্ষক ও শিক্ষিকা উপস্থিত ছিলেন।
ওয়েবসাইট উদ্বোধন শেষে ঢাবি ভিসি তার বক্তব্যে বলেন, “আমাদের ইসলামিক স্টাডিজ বিভাগ যে শুধু ধর্মীয় শিক্ষা প্রদানেই নয়, বরং তথ্য প্রযুক্তিতেও অনেক এগিয়ে আজকের এই অনুষ্ঠান তাই প্রমাণ করে।”
বিভাগের চেয়ারম্যান ড. আব্দুর রশীদ বলেন, এ ওয়েবসাইটের সাধ্যমে দেশের ডিজিটাল ধারায় প্রবেশ করল ইসলামিক স্টাডিজ বিভাগ।
এ ওয়েবসাইট তৈরিতে সহায়তা করেছেন বিভাগের শিক্ষার্থী আরিফ মাইনুদ্দিন ও তানভীর হাসান এবং কন্টেন্ট তৈরিতে সহায়তা করেছেন এম. এ. লতিফ।
বিভাগের ওয়েবসাইটের ঠিকানা হল: www.islamicstudiesdu.ac.bd