৩ দিনব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন
নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: পিরোজপুর জেলা প্রশাসন আয়োজিত ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৭ এর আজ উদ্বোধন করা হয়েছে। পিরোজপুর শহরের কেন্দ্রস্থলের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠে জেলা প্রশাসক মো. খায়রুল আলম শেখ এই মেলার উদ্বোধন করেন।
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ এবং সরকারের রূপকল্প-২০২১ বাস্তবায়নে জনগণের দোরগোড়ায় সেবা প্রদানের গৃহিত পদক্ষেপসমূহ তুলে ধরতে এ মেলার আয়োজন করা হয়েছে। জেলার ২৯টি প্রতিষ্ঠান ৩ দিনব্যাপী এ মেলার ৪টি প্যাভিলিয়ানে ২৯টি স্টলে তাদের সেবাসমূহ প্রদর্শন করছে।
জেলা ই-সেবাকেন্দ্র অনলাইনে নাগরিক, দাপ্তরিক ও নকলের আবেদন গ্রহণ, তথ্য প্রাপ্তির ফরম বিতরণ, তথ্য অনুসন্ধান ও প্রদান, বিভিন্ন প্রকার নকল সরবরাহ, ই-ফাইল প্রদর্শন, জেলা তথ্য বাতায়ন প্রদর্শন, উত্তরাধিকার ক্যালকুলেটর প্রদর্শন, ই-মোবাইল কোড প্রদর্শন, জেলা প্রশাসনের ফেইস বুক প্রদর্শন ও বিনামূল্যে ই-মেইল ও ফেইস বুক, আইডি খোলাসহ বিভিন্ন সেবা প্রদর্শন করছে।
পুলিশ সুপারের কার্যালয়ের স্টলে ই-সেবাসমূহ, স্বাস্থ্য বিভাগের স্টলে লাইভ কল সেন্টার সেবা প্রদান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর স্টলে অনলাইন সেবাসমূহ, উপজেলা ভূমি অফিসের স্টলে ই-মিউটেশন পাইলট প্রদর্শন, জেলা তথ্য অফিসের স্টলে সরকারের উন্নয়ন কার্যক্রম মাল্টিমিডিয়ায় প্রদর্শন, পৌর ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের স্টলে সরকারি-বেসরকারি সব ধরনের সেবার আবেদন অনলাইনে দাখিল, এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে সকল ব্যাংকিং সেবা এবং ডিজিটাল সেন্টার থেকে প্রদানকৃত নাগরিক সেবাসমূহ প্রদর্শন, জেলা শিক্ষা অফিসের স্টলে শিক্ষা সংক্রান্ত কার্যক্রম, শিক্ষক বাতায়ন, মাল্টিমিডিয়া ক্লাসের মডেল প্রদর্শনসহ সকল স্টলেই ডিজিটাল উদ্ভাবনী মেলায় সেবাসমূহ প্রদর্শিত হচ্ছে।
এ ছাড়া আলোচনা সভা, উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, জাতীয় তথ্যবাতায়ন মাল্টিমিডিয়ায় প্রদর্শন, রচনা প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মেলা সংলগ্ন স্বাধীনতা মঞ্চ প্রাঙ্গণে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক, সার্বিক আইসিটি ও শিক্ষা কাজী তোফায়েল হোসেন।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. খায়রুল আলম শেখ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. ফখরুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার আহম্মেদ মাইনুল হোসেন, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ মজুমদার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা জাহান ও আফতাবউদ্দিন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল। প্রতিটি স্টলেই দর্শনার্থীদের উপচেপড়া ভিড় ছিল।