নিরপেক্ষ কমিশনের আশা প্রায় অসম্ভব: নজরুল

নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা:  বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপি চেয়েছিল এমন ব্যক্তিদের নিয়ে সার্চ কমিটি করা হোক, যাঁদের আর কিছু পাওয়ার নেই। কিন্তু সার্চ কমিটি করা হয়েছে এমন ব্যক্তিদের নিয়ে, যাঁদের পাওয়ার আছে বা ইতিমধ্যে পেয়েছেন। আনুগত্যের পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরাই কমিটিতে আছেন। এই সার্চ কমিটির কাছে নিরপেক্ষ, শক্তিশালী নির্বাচন কমিশন আশা করা প্রায় অসম্ভব।

আজ বৃহস্পতিবার নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে স্বেচ্ছাসেবক দল আয়োজিত দোয়া মাহফিলে নজরুল ইসলাম এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

নজরুল ইসলাম খান বলেন, এমন একজনকে সার্চ কমিটির সদস্য করা হয়েছে, যিনি ২০১৪ সালের ৫ জানুয়ারি মতো একটা বিতর্কিত নির্বাচনের সময়ে নির্বাচন কমিশনের সচিব ছিলেন। এর পুরস্কার হিসেবে পরে তাঁকে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান করা হয়। যিনি রকিবউদ্দিনের নেতৃত্বে কমিশনের মতো একটি অযোগ্য কমিশন প্রস্তাব করেছিলেন, তাঁকে আবার কমিটির প্রধান করা হয়েছে। আওয়ামী লীগ পরিবারের সদস্যও এই কমিটির সদস্য হয়েছেন।

নজরুল ইসলাম খান বলেন, যেসব ব্যক্তিদের দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে, তাঁরা সবাই না হলেও প্রায় সবাই কোনো না কোনোভাবে সরকারি দলের সঙ্গে যুক্ত। তাঁদের কাছ থেকে নিরপেক্ষ, শক্তিশালী এবং সরকারের অনুগত হবে না—এমন নির্বাচন কমিশন আশা করা কঠিন হয়ে গেছে। প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

দোয়া মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মীর শরাফত আলী, সাধারণ সম্পাদক শফিউল বারী প্রমুখ বক্তব্য দেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ