স্পেস অ্যাপস নেক্সট জেন উদ্বোধন

নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: স্পেস অ্যাপস নেক্সট জেন নামের ৩৬ ঘণ্টার হ্যাকাথন শুরু হল আজ শুক্রবার। রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রাঙ্গণে আয়োজিত এই হ্যাকাথনের আয়োজক সরকারের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও বাংলাদেশ ইনোভেশন ফোরাম। শিক্ষার্থীদের মহাকাশবিষয়ক ধারণা নিয়ে তৈরি প্রকল্প নিয়ে এই হ্যাকাথন।হ্যাকাথনের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, উদ্ভাবকদের নিয়ে নতুন চিন্তা করছে সরকার। ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণে চেষ্টা চলছে। উদ্ভাবকদের পাশে থাকবে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়। প্রতিবছর স্পেস অ্যাপস নেক্সট জেন অনুষ্ঠিত হবে।
সারা দেশ থেকে শিক্ষার্থীদের ৪০০টি প্রকল্প নিয়ে বুট ক্যাম্প করা হয়। পরে সেখান থেকে চূড়ান্তভাবে বাছাই করা ৫০টি দলকে নিয়ে হচ্ছে এই স্পেস অ্যাপস নেক্সট জেন। বিজ্ঞপ্তি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ