আসছে গুগলের নতুন ফোন
নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: পিক্সেল স্মার্টফোনের নতুন সংস্করণ তৈরি শুরু করেছে গুগল। এ বছরের শেষ দিকে নতুন এই ফোনের ঘোষণা আসতে পারে। গুগল ঘনিষ্ঠ সূত্রের বরাতে প্রযুক্তি-বিষয়ক কয়েকটি ওয়েবসাইটে গুগলের নতুন ফোনের তথ্য প্রকাশিত হয়েছে। গুঞ্জন উঠেছে, নতুন ফোনে ক্যামেরার মান আরও উন্নত করছে গুগল। এ ছাড়া সাশ্রয়ী সংস্করণের পিক্সেল ফোন বাজারে আসবে।
নাইনটুফাইভ গুগল নামের একটি ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, গুগলের পরবর্তী পিক্সেল স্মার্টফোন হবে পানিরোধী। গুগলের হালনাগাদ পিক্সেল ও পিক্সেল এক্সএল স্মার্টফোন পানিরোধী নয়। নতুন স্মার্টফোনে উন্নত প্রসেসর থাকতে পারে। পিক্সেল ২ স্মার্টফোনটি ইতিমধ্যে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৩ এক্স চিপ দিয়ে পরীক্ষা করা হয়েছে। অন্য মডেলে ইনটেলের চিপ ব্যবহৃত হয়েছে। কম আলোয় উন্নত ছবি তোলার প্রযুক্তিও নতুন স্মার্টফোনে ব্যবহার করছে গুগল।
বাজার গবেষণা প্রতিষ্ঠান মরগ্যান স্ট্যানলির পূর্বাভাস অনুযায়ী, ২০১৬ সালে ৩০ লাখ ইউনিট পিক্সেল স্মার্টফোন বিক্রি করেছে গুগল।
তথ্যসূত্র: এনডিটিভি।