কুবিতে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় তদন্ত কমিটি গঠন

নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রের হাতে স্ত্রীর সামনেই শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয় প্রশাসন এ তদন্ত কমিটি গঠন করে। দ্রুত তদন্ত কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতেও বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নিদের্শনা কার্যালয়ের পরিচালক ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মুহম্মদ আহসান উল্যাহকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন সদস্য ও সহকারী রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরীকে সদস্য সচিব করা হয়েছে। তদন্ত কমিটিকে কোন সময় উল্লেখ না করে দ্রুত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: মুজিবুর রহমান মজুদদার।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আলী আশারফ বলেন, ‘শিক্ষক লাঞ্ছনার ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

উল্লেখ্য বৃহস্পতিবার ক্লাস-পরীক্ষার দাবিসহ ১১ দফা দাবিতে আন্দোলনরত ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী বায়েজীদ ইসলাম ওরফে গল্পসহ আরো কয়েকজন লোক প্রশাসন বিভাগের প্রভাষক নাহিদুল ইসলামের পথ রোধ করে। এসময় গল্প ঐ শিক্ষককে উদ্দেশ্য করে বলতে থাকে, ‘আপনারা অবরুদ্ধ, ঢাকায় গিয়ে বসে থাকেন কোন সমাধান দেন না, ক্লাস ও পরীক্ষা নেন না। আপনারাই শিক্ষক সমিতি নির্বাচিত করেছেন। দায় আপনাদের। ঘাড় ত্যাড়া শিক্ষক, এগুলো সবগুলারে পিটাইলে ঠিক হবে।’ এসময় ঐ শিক্ষকের স্ত্রীও তার সাথে ছিলেন। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর লিখিত আবেদন করেন ঐ শিক্ষক।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ