নতুন দুই বিশ্ববিদ্যালয়ের খসড়া আইন অনুমোদন

নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় নামে নতুন দুটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করতে যাচ্ছে সরকার। এ সংক্রান্ত খসড়া আইন অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সচিবালয়ে বৈঠকে এ খসড়া আইনে অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হতে যাচ্ছে জামালপুরে এবং শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হতে যাচ্ছে নেত্রকোনায়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

সূত্র মতে, জামালপুর জেলায় স্থাপিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিশারিজ কলেজকে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ নামে বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে স্থাপনের জন্য আইনের খসড়া প্রণয়ন করা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য ওই কলজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপ দেয়া হচ্ছে।

মন্ত্রণালয়ের তথ্য মতে, বিশেষায়িত উচ্চশিক্ষার মাধ্যমে দেশে দক্ষ জনসম্পদ গড়ে তুলতে কাজ করছে বর্তমান সরকার। এর অংশ হিসেবে জামালপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ