বাংলাদেশে আসছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট
নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: বুধবার বাংলাদেশে আসছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে আসছেন তিনি।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
সফরকালে মাহমুদ আব্বাস রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন।
বাংলাদেশে তিন দিনের সরকারি সফর শেষে ৩ ফেব্রুয়ারি বিকালে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে ফিলিস্তিনের রাষ্ট্রপতির।
মাহমুদ আব্বাসের সফরসঙ্গী হিসেবে থাকতে পারেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ড. রিয়াদ আল মালকী, প্রধান বিচারপতি মাহমুদ আলহাব্বাশ, রাষ্ট্রপতির মুখপাত্র নাবিল আবুরুদাইনাহ, কূটনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মাজদি খালদিসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ।