৩ দিনের রিমান্ডে আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক

imagesমোহাম্মাদ আল সাইফ, এবিসি নিউজ বিডিঃ ৩ দিনের পুলিশ রিমান্ডে নেয়া হয়েছে আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে। গত ফেব্রুয়ারি মাসে রমনা থানায় পুলিশের করা একটি মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য  আনা হয়।
গতকাল কাশিমপুর কারাগার থেকে পুলিশ হেফাজতে আনা হয়। পুলিশের একটি সূত্র জানায়, ২২শে ফেব্রুয়ারি রমনা থানায় করা মামলায় মাহমুদুর রহমানকে রিমান্ডে আনা হয়েছে। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, আদালত মাহমুদুর রহমানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। আদালতে আগের মঞ্জুর করা ৩ দিনের রিমান্ড জিজ্ঞাসাবাদের জন্য গতকাল কাশিমপুর কারাগার থেকে তাকে আনা হয়েছে। কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির (কারাগার-২) জানান, রমনা থানা পুলিশ আদালতের রিমান্ড নির্দেশ সংবলিত কাগজ জমা দেয়ার পর সন্ধ্যা পৌনে ৬টায় মাহমুদুর রহমানকে তাদের কাছে হস্তান্তর করা হয়। রমনা থানার ওসি আরও জানান, মাহমুদুর রহমানকে রমনা থানা পুলিশ রিমান্ডে নিলেও তাকে রাখা হয়েছে ডিবি পুলিশ কার্যালয়ে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ