প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বান কি-মুন

আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: জাতিসংঘের সদ্য বিদায়ী মহাসচিব বান কি-মুন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। বুধবার তিনি এ ঘোষণা দেন।
বিশ্ববাসীর কাছে অত্যন্ত সুপরিচিত মুন গত মাসে তার দেশে ফিরে আসেন। তিনি এক দশক ধরে নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের দায়িত্ব পালন করেন। প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও তিনি নির্বাচন করবেন বলে ব্যাপকভাবে আশা করা হচ্ছিল।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি রাজনীতি থেকে সরে দাঁড়াব।’
তিনি আরো বলেন, ‘এ ব্যাপারে বহু মানুষকে হতাশ করার জন্য আমি দুঃখিত।’
তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ার আগে জনমত জরিপে তার সমর্থন ২০.৩ শতাংশ থেকে হ্রাস পেয়ে ১৩.১ শতাংশে দাঁড়ায়।
ক্যারিয়ার ডিপ্লোম্যাট বান কি-মুন কখনই তার দেশের কোন রাজনৈতিক দলে যোগ দেননি।
তবে তিনি ২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত প্রয়াত প্রেসিডেন্ট রোহ মুন-হিয়ুনের অধীনে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ