নির্বাচনী প্রচারণায় হার্ভার্ড প্রফেসর নিয়ে আসছেন জয়

joyমোহাম্মাদ আল সাইফ, এবিসি নিউজ বিডিঃ আগামী নির্বাচনের প্রচারণার জন্য এবার হার্ভার্ড ইউনিভিাসিটির এক প্রফেসরকে নিয়োগ করার পরিকল্পনা করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের অভ্যন্তরীণ সূত্রের বরাদ দিয়ে দি ডেইলি স্টার এক রিপোর্টে জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় দলের নির্বাচনী প্রচারণা নিয়ে কাজ করছেন। যুক্তরাষ্ট্রে শিক্ষা গ্রহণকারী জয় দলের নতুন প্রচারণা কৌশল পরিকল্পনায় সহযোগিতার জন্য হার্ভার্ডের এক প্রফেসরকে নিয়ে আসবেন। তাৎক্ষণিকভাবে অবশ্য ওই হার্ভার্ড প্রফেসরের নাম জানা যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তিনি রাজনৈতিক প্রচারণার ক্ষেত্রে অত্যন্ত অভিজ্ঞ এবং অল্প কিছু দিনের মধ্যেই বাংলাদেশে আসবেন। দলের পক্ষ থেকে আরও জানা গেছে, এক সপ্তাহ আগে ঢাকা আসার সময় জয় ওই প্রফেসরের সঙ্গে আলোচনা করেছেন। তিনি দেশে এসে এ বিষয়ে বেশ কয়েকজন আওয়ামী লীগ আইন প্রণেতার সঙ্গে আলাচনা করে প্রচারণা জোরদারের ব্যাপারে তাদের মতামত জানতে চেয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন আওয়ামী লীগ আইন প্রণেতা ডেইলি স্টারকে বলেছেন, প্রত্যেকটা নির্বাচনী এলাকা, সেখানকার ভোটারদের মনমানসিকতা এবং ধর্মীয় বিষয়সমূহ বিবেচনায় রেখে এবার প্রচারণা কৌশল নির্ধারণ করা হবে। প্রাথমিক পরিকল্পনার অংশ হিসেবে ঈদুল ফিতরের পরপরই আওয়ামী লীগ বড় ধরনের প্রচারণা শুরু করবে। এ প্রচারণার মূল ফোকাস হবে বিএনপি-হেফাজতের  সরকারবিরোধী প্রচারণা এবং ধর্মীয় ইস্যু। একই সঙ্গে এতে গত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ের সন্ত্রাস এবং জঙ্গিবাদী তৎপরতার বিষয়েও জোর দেয়া হবে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ