সাংবাদিক নির্যাতনে দ্রুত ব্যবস্থা নাহলে কঠোর আন্দোলন
প্রতিবেদক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ
সাংবাদিকদের ওপর নির্যাতনের দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে যৌক্তিক সময়ের মধ্যে মামলা গ্রহন করে দ্রুত ব্যবস্থা নেয়ার জোর দাবি জানিয়েছেন সাংবাদিককরা। তা না হলে সারা দেশব্যাপি কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান তারা ।
২ ফেব্রুয়ারী রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা চত্বর আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়েছে।
মানববন্ধনে সাংবাদিকরা বলেন, শাহবাগে সাংবাদিকদের হামলা করে সরকার ভাবমুর্তি নষ্ট করতে ষড়যন্ত্র করছে কতিপয় কিছু পুলিশ সদস্যরা। তাই তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ জোর দাবি জানান ।
এ সময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউপনিয়নের (বিএফইউজে)সাবেক মহাসচিব আঃ জলিল ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাবান মাহামুদ, জাতীয় প্রেসকাবের যুগ্ম সম্পাদক ইলিয়াচ খান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মোরসালিন নোমানী, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এ্যাসোসিয়েশনের (ক্রাব)সাবেকসাধারণ সম্পাদক কামরুজ্জামান বক্তব্য রাখেন ।
এটিএন নিউজের কয়েকজন কর্মী জানান, গত বৃহস্পতিবার শাহবাগ মোড়ে পুলিশ বাহিনীর সদস্যরা তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির কর্মীদের ওপর হামলা চালিয়ে একজনকে আটক করে শাহবাগ থানা নিয়ে যাচ্ছিলেন। এ সময় ওই দুই সাংবার্দকমী সংবাদের জন্য ছবি ও ভিডিও নেয়ার চেষ্টা করলে পুলিশ র্অতকিত ওই হামলা চালায়।
উল্লেখ, গত ২৬ জানুয়ারি বৃহস্পতিবার জাতীয় কমিটির ডাকা হরতালের সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের হামলার শিকার হন বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজের প্রতিবেদক কাজী এহসান বিন দিদার ও ক্যামেরাপারসন আবদুল আলিম