জন আব্রাহাম না সাঞ্জু জন !

রাফি রাইন, প্রতিবেদক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ

আমরা বলিউড সুপারস্টার জন আব্রাহামের কথা বলছি না ।  বলছি ঢাকাই সিনেমায় ‘দ্য স্টোরি অব সামারা’ ও ‘আমি তোমার হতে চাই’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে উঠে আসা ক্যাটওয়াক মডেল হিসেবে বেশ পরিচিত মুখ সাঞ্জু জনের কথা ।

চলচ্চিএের চাহিদার উপর নির্ভর করে শারিরীক গঠনের পরিবর্তনের কথা শুধু বলিউড ও হলিউডের তারকাদের বিষয়েই শুনেছি এতদিন । চলচ্চিএের চাহিদার উপর নির্ভর করে শারিরীক গঠনের পরিবর্তনের কথা শুধু বলিউড ও হলিউডের তারকাদের বিষয়েই শুনেছি এতদিন । কিন্তু এখন সময় এসেছে ঢাকাই চলচ্চিএ তারকাদের কথা শুনবার। কারন, সাঞ্জু জন’কে অনন্য মামুনের ‘বন্ধন’ সিনেমায় অভিনয়ের জন্য শারিরীক গঠনে বেশ পরিবর্তন আনতে হয়েছে । ইতোমধ্যে শরীরের ওজন যথেষ্ট কমিয়েছে। যাতে গল্পের চরিত্রের সঙ্গে পুরোদস্তর মানানসই হয় ।

পাঁচ বন্ধুর গল্পকে ঘিরে আবর্তিত হয়েছে অনন্য মামুনের ‘বন্ধন’ সিনেমাটি। গল্প প্রশঙ্গে জন বলে, আমার চার বন্ধুর সঙ্গে আমিও বাড়ি থেকে পালাই। সিনেমায় আমি শুভ চরিত্রে অভিনয় করছি। যার ছোটবেলা থেকেই একটাই স্বপ্ন জীবনে যেভাবেই হোক তাকে সুপারস্টার হতে হবে। কিন্তু আমার বাবার একটাই স্বপ্ন থাকে আমি যেন জীবনে একজন এমবিবিএস ডাক্তার হই। সবাই আমার নায়ক হওয়াকে সমর্থন দিলেও আমার বাবা আমাকে কখনোই সমর্থন দেয় না। কিন্তু আমার তো কখনোই পড়াশোনায় মন বসে না। আমি সবসময় শুধুমাত্র নিজেকে নিয়েই মেতে থাকি। এ ভাবেই এগিয়ে যায় চলচ্চিএে কাহিনী….

বর্তমানে সাঞ্জু জন ৪ টি ছবির কাজ নিয়ে ব্যাস্ত সময় পার করছেন । সেগুলো হলো ইফতেখার চৈাধুরীর পরিচালনায় “নিলিমা” । অনন্য মামুন পরিচালিত “বন্ধন”। পরিচালক মেহেদি হাসিব এর “এজেন্ট ৩” । ,অন্যটি হলো মুজাক্কির আদী পরিচালিত “আসর” । .সাঞ্জু জনের ইচ্ছে “অভিনয়ের মাধ্যমে মানুষের মনে জায়গা করে নিবেন”যাতে মানুষ তাকে সারাজীবন মনে রাখেন।

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ