স্বরাষ্ট্রমন্ত্রীর ‘জেহাদ’ মাদকের বিরুদ্ধে
প্রতিবেদক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ
মাদকের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জেহাদ ঘোষণা করে বলেছেন, আমাদের সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। মাদকের সঙ্গে জড়িতদের কোন ছাড় দেওয়া হবে না।
গত (বুধবার) রাজধানীর শাজাহানপুরে মাদকবিরোধী আন্দোলনে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শাজাহানপুর যুব সংঘ আয়োজিত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ জেহাদ ঘোষণা করেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সহ সভাপতি আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার ও যুব সংঘের সাধারণ সম্পাদক নূরের নবী ভূইয়া রাজু প্রমুখ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকের বিরুদ্ধে আজ এই শাজাহানপুর যুব সমাজের সমাবেশ থেকে জেহাদ ঘোষণা করলাম। আমাদের সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। কোন ছাড় দেয়া হবে না এর সঙ্গে জড়িতদের।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, প্রধানমন্ত্রী আগামীতে মাদকমুক্ত একটি বাংলাদেশ দেখতে চান। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। যুব সমাজকে সজাগ ও সচেতন করার উদ্যোগ নিয়েছি। মাদকের ক্ষতিকারক দিকগুলো যুব সমাজকে বোঝাতে হবে। নেশার জগত থেকে তাদের ঘুরে দাঁড়াতে উদ্বুদ্ধ করতে হবে। যেমনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে দেশের সাধারণ মানুষ জঙ্গিদের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে।