টলেস্ট গার্ল আলভির ইমু
প্রতিবেদক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ
পৈএিক নিবাস ভারতের কোলকাতায়। নানার বাড়ি বাংলাদেশে। সেই সুবাদে তিনি ঢাকার উইলস লিটল ফোওয়ার স্কুলে পঞ্চম শ্রেনীতে ভর্তি হয়। এরপর উইলস থেকেই ইন্টারমিডিয়েট শেষ করেন। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ এর শেষ সেমিস্টারে আছেন।
কিন্তু ইতিমধ্যেই তিনি ঢাকাই চলচ্চিএে আলোচনার কেন্দ্রবিন্দুতেও পরিনত হয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল, যে সুপারস্টারের সাথে সবাই ছবি করার জন্য হুমরি খেয়ে পড়ে, তার ছবি থেকেই মুখ ফিরিয়ে নেন এই টলেস্ট সুন্দারী।
১০ ফেব্রুয়ারী (শুক্রবার) সাকাল ১০টায় শুরু হয়েছে তাজুল ইসলামের পরিচালনায় “গোপন সংকেত” এতে আলভীরা ইমুর বিপরীতে দেখা যাবে এসময়ের জনপ্রিয় চিএ নায়ক বাপ্পিকে।
ছবিটিতে তার প্রস্তুুতি প্রশঙ্গে বলেন, ‘এখন শুধু চলচ্চিত্র নিয়েই ভাবছি। ‘আমি চলচ্চিত্রের জন্য এক বছর ধরেই নিজেকে তৈরি করছি। এর মধ্যে ভারতে গিয়ে আমি অভিনয় এবং নাচের বিষয়ে প্রশিক্ষণ নিয়েছি। বাসায় নিয়মিত প্র্যাকটিস করছি। এফডিসি থেকে একজন কোরিওগ্রাফার বাসায় এসে নাচ প্র্যাকটিস করাচ্ছেন। এ ছাড়া সিনিয়র একজন ফাইট ডিরেক্টর আমাকে ফাইট শেখাচ্ছেন তিন মাস ধরে।’
ইমু আরো বলেন, ‘আমি জানি চলচ্চিত্র অনেক বড় একটি মাধ্যম। এখানে কাজ করতে চাইলে নিজেকে তৈরি করে আসতে হবে। আমি যখন সিদ্ধান্ত নিয়েছি ছবিতে কাজ করব, তখন থেকেই আসলে নিজে থেকেই চেষ্টা শুরু করে দিয়েছি।
’এক রাতের জন্য’ সিনেমার প্রশঙ্গে আলভীরা ইমু জানান, আমাদের পূর্ব নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শুরু করব। মানে আগামী মাসের শুরুর দিকে আমাদের শুটিং শুরু হবে ।
এতে ইমুর বিপরীতে কে থাকছে জানতে চাইলে তিনি বলেন, এটা এখন প্রর্যন্ত জানানো জাচ্ছে না । হয়ত ওপার বাংলারও কেউ থাকতে পারে।
এ ছাড়াও ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় চলচ্চিএ ‘ফালতু’ ও আগামী মার্চের শেষের দিকে শুটিং শুরু হবে বলেও জানান বাংলা সিনামার এ টলেস্ট গার্ল আলভির ইমু ।
আলভিরা ইমুকে নিয়ে অপূর্ব-রানা বলেন, ‘আমাদের চলচ্চিত্রে এখন শিল্পী সংকট চলছে। এমন সময় ইমুর মতো ভালো পরিবারের মেয়ে দরকার। আমি মনে করি এই ধরনের পরিবারের মেয়েরা চলচ্চিত্রে ভালো কিছু করতে পারবে।’
২০১৫ সালের জুন মাসে ‘জানে মন তুই জীবন’ নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন ইমু। সন্ধানী কথাচিত্রের ব্যানারে ছবিটি পরিচালনা করার কথা ছিল শাহ আলম ম-লের। এই ছবিতে শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে নেওয়া হয়েছিল ইমুকে। সে সময় কিছু আপত্তি দেখিয়ে ছবিটি থেকে সরে দাঁড়ান তিনি।