পশ্চিমবঙ্গের মিষ্টি মেয়ে মৌমিতা
প্রতিবেদক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ
নির্মাতা পরিচালক অনন্য মামুনের মাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার মিষ্টি মেয়ে মৌমিতার আগমন ঢাকাই চলচ্চিএে। মৌমিতার মিডিয়ায় অভিষেক ঘটে ফটোশুট ও মডেলিং এর মধ্যদিয়ে। হঠাৎ প্রস্তাব পান একটি শর্টফিল্মের। সেটি করে ফেলেন। শৈশব থেকেই যুক্ত ছিল থিয়েটারের সাথে পরবর্তীতে টিভি নাটকেও ছিল নিয়মিত। বর্তমানে নিয়মিত এক্টিং ওয়ার্কসপ, নাচ ও সিরিয়াল এ কাজ করছেন।
অনন্য মামুনের পরিচালনায় ‘বন্ধন’ চলচ্চিএের শুটিং সম্পন্ন করেছেন তিনি। বড় পর্দায় এটাই তার প্রথম কাজ। অনেক স্বপ্ন নিয়ে শোবিজে যাত্রা শুরু করা মেয়েটি এখন দুই বাংলাতেই চিত্রনায়িকা হিসেবে প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন।
এ প্রশঙ্গে মৌমিতা বলেন, মডেলিং দিয়ে যাত্রা করলেও আমি সবসময় অভিনয় করতে চেয়েছিলাম। বিশেষ করে ফিল্মে। তাই নিজেকে তৈরি করার জন্য অভিনয় ওয়ার্কশপে জয়েন্ট করি। আর নাচ আমি অনেক পছন্দ করি। স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে এবং অনেক প্রোগ্রামে নাচে অংশ নিতাম। ছোটবেলা থেকে নাচ শিখতাম। বেশ কিছুদিন আগে ভাবলাম ভারতনাট্যম শিখবো। ভর্তি হয়ে গেলাম। একমাস শিখে পরে আর সময় দিতে পারিনি। তবে যা করেছি সবই নিজেকে অভিনেত্রী হিসেবে তৈরি করতে। কতোটা কী করতে পেরেছি সেটির প্রমাণ মিলবে বন্ধন হলে নামার পর।
অনন্য মামুনের “বন্ধন” চলচ্চিএে আপনার আগমন কি ভাবে ? এ বিষয়ে মৌমিতা বলেন, উনার সাথে মিউজিক ভিডিওতে কাজ করেছি, সেগুলো এখনও প্রকাশ হয়নি। মামুন ভাই বন্ধন ছবিতে কাজ করার অফার দিলেন। গল্প শুনে ভাল লেগে যায়। তাছাড়া চলচ্চিত্র অভিনয়ের লোভ সামলাতে পারি নি।
অনন্য মামুন প্রশঙ্গে মৌমিতা আরো বলেন, মামুন ভাই অনেক ভাল একটা মানুষ। উনি সত্যি গুনি একজন নির্মাতা। তিনি সব সময় নতুন দের স্থান করে দেন। সব ধরনের সহযোগিতা ও সাপোর্ট করেন। কাজের ক্ষেএে কখনো সেক্রিফাইজ করেন না এবং কাজে একদম ডেডিকেটেড। কিন্তু প্যাকাপের পর উনি আমাদের বন্ধু। আডা দেন, মজা করেন। উনি শতভাগ পজেটিভ একটা মানুষ। উনার উপর ইউনিটের সবাই পজেটিভ এবং আমরাও। আর আমাদের কোন দিন বকা দেন নি। তবে শাসন করেছেন সেটা আমাদের ভালো জন্য।
ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে জানতে চাইলে মৌমিতা বলেন, আমি ফিল্ম ছাড়া কিছুই ভাবতে পারছি না। ভাল ভাল কাজ করতে চাই। ভিন্ন ধর্মী চরিত্রে কাজ করতে চাই। শুধু কমার্শিয়াল ফিল্ম না আর্ট ফিল্মেও কাজ করতে চাই।