জ্ঞান ভিত্তিক সমাজ করতে চাই

প্রতিবেদক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ

যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন, আমরা এক আলোকিত, জ্ঞান ভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চাই। আমরা মনে করি বাংলাদেশের রাজনীতির এটাই মূল ধারা। যে ধারার প্রবর্তক শেখ হাসিনা।

যুবলীগ চেয়ারম্যান আরো বলেন, জনগণের ক্ষমতায়নের বাস্তবায়নের ফলেই বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে চলেছে। শুক্রবার সকালে রাজধানীর কাকরাইল মোড়ে ‘যুব জাগরণ’ লাইব্রেরির উদ্বোধনী অনুষ্ঠান তিনি এ কথা বলেন।

ওমর ফারুক বলেন, শেখ হাসিনা শুধু অর্থনৈতিক নয় শিক্ষার উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন, সংস্কৃতির উন্নয়ন, মেধা ও মনন বিকাশের উন্নয়নকেও বুঝিয়েছেন। আর এসব উন্নয়ন সম্ভব হবে না যদি আমরা ইতিহাসের আঁকড় সন্ধান না করি। সত্য সন্ধান না করি।

তিনি বলেন, ইতিহাসের পথ ধরে সত্য অনুসন্ধান, শিক্ষা ও মেধার লালনের লক্ষেই বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রকাশনা কার্যক্রম হাতে নিয়েছে। জনগণের ক্ষমতা বাস্তবায়নে যুবলীগের নানামুখী কর্মসূচির এটি অন্যতম বলে তিনি উল্লেখ করেন।

এসময়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুবলীগ সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মজিবুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহাম্মেদ মহি, সুব্রত পাল, নাসরিন জাহান সেফালী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক, ফারুক হোসেন তুহিন, সম্পাদক মণ্ডলীর সদস্য কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম মিজু, অ্যাডভোকেট কায়সার আহম্মেদ, ইকবাল মাহমুদ বাবলু, শ্যামল কুমার রায়, ঢাকা মহানগর দক্ষিণ শাখার সহ-সভাপতি মাইনুদ্দিন রানা, সোহরাব হোসেন স্বপন, সারোয়ার হোসেন মনা, আনোয়ার ইকবাল সান্টু, সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূইয়া, মিজানুর রহমান বকুল, মাকসুদুর রহমান, দফতর সম্পাদক এমদাদুল হক এমদাদ প্রমুখ বক্তব্য দেন।

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ