কিম জং উনের সৎভাই ন্যামকে বিষ প্রয়োগে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সৎভাই কিম জং ন্যামকে ‘মালয়েশিয়ায় হত্যা’ করা হয়েছে। মালয়েশিয়া ও উত্তর কোরিয়ার কর্মকর্তারা বলছেন, কুয়ালালামপুরে ৪৫ বছর বয়সী কিম জং ন্যামকে ‘হত্যা করা’ হয়েছে।
দক্ষিণ কোরিয়ার চোসান টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে আজ মঙ্গলবার বিবিসির খবরে বলা হয়েছে, দুজন অপরিচিত নারী ন্যামকে কুয়ালালামপুর বিমানবন্দরে বিষ প্রয়োগে হত্যা করেছেন। চোসান টেলিভিশন চ্যানেলটির দাবি, ওই দুই নারী উত্তর কোরিয়ার বলে তাঁরা ধারণা করছেন।