রাত পোহালেই ইসলামপুরের নির্বাচন
প্রতিবেদক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ
ছয় বছর পর নির্বাচন হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের ভান্ডার বলে পরিচিত ইসলামপুরের বস্ত্র ব্যবসায়ীদের সমিতির। আর কয়েক ঘণ্টা পরই নিজেদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজেদের জনপ্রতিনিধি নির্ধারণ করবেন এখানকার ব্যবসায়ী ভোটাররা।
সে জন্যই গোটা ইসলামপুরজুড়ে এখন নির্বাচনী আমেজ। উৎসবের এলাকায় পরিণত হয়েছে পুরাতন ঢাকার এ অংশটি।
আগামী কালের নির্বাচনকে কেন্দ্র করে নির্ঘুম রাত কাটাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে এই শেষ সময়েও ভোট প্রার্থনা করছেন তারা। প্রার্থীরা ভোটারদের আকর্ষণ বাড়াতে তাদের মধ্যে নানা উপহার বিতরণ করে আসছেন।
সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৪১টি পদে ওয়াইজঘাটস্থ চায়না টাওয়ার এর ৭ তলায় আগামীকাল ১৮ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা এ ভোটগ্রহণ করা হবে।
এতে সমিতির কার্যকরী পরিষদের ৪১ পদের এই নির্বাচনে দুটি প্যানেলে ৮১ জন ব্যবসায়ী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার মো. ফজলুল কবির মঞ্জু বলেন, নির্বাচনী প্রচারণায় খুব সুশৃঙ্খল ভাবেই চলছে। কোন রকম বিশৃঙ্খলা হবার সম্ভাবনা একেবারেই নেই। আশা করছি আগামীকালের নির্বাচন অতান্ত সুস্ঠ ভাবেই সম্পন্ন করতে পারব।
এই সমিতির মোট সদস্য সংখ্য ৩ হাজার ৪৪৩। মোট ৪১টি পদে প্রতিদ্বন্দ্বিতা হবে। নির্বাচনে ২টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। আলহাজ সামসুল হক গোলাপ ফুল মার্কায় সভাপতি পদে। তার প্যানেলের সাধারণ সম্পাদক হচ্ছেন, আলহাজ নেসারুদ্দিন মোল্ল্যা ।
এই প্যানেলের সভাপতি প্রাথী বলেন, এখানে কয়েক হাজার ব্যবসায়ী ব্যবসা পরিচালনা করে আসছেন। প্রতিদিন হাজার হাজার কোটি টাকার লেনদেন হচ্ছে। নির্বাচনে জয়ী হলে তিনি ইসলামপুর এলাকায় যে কোনো ধরনের চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন। তিনি পূর্বের কথা উল্লেখ করে বলেন, একসময়ে এই ইসলামপুর থেকে নির্ভয়ে টাকা পয়সা নিয়ে জেতে পারত না। তাও আমাদের প্রচেষ্টায় অনেক অংশে সফল হয়েছি । এ ছাড়া তিনি ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের উদ্যোগ নেবেন বলেও জানান।
এই প্যনেলের অন্যতম সহ-সাধারন সম্পাদক পদে মির্জা ইমরান হোসেন (সবুজ) বলেন, আমরা জয়লাভ করলে সাধারণ কর্মচারীদের জন্য ত্রাণ তাহবিল গঠনের মাধ্যমে কাজের সুনিশ্চিত পরিবেশ তৈরি করব।
অপর প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলহাজ সামসুল আলম সবজল ছাতা প্রতীকে। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলহাজ সামসুর রহমান সোহেল। উভয় প্যানেল ৪১টি পদে ৪১ জন প্রার্থী দিয়েছেন।অপর সভাপতি প্রার্থী আলহাজ সামসুল আলম সবজল বলেন, নির্বাচিত হলে দল মত নির্বিশেষে ব্যবসায়ীদের কল্যাণে কাজ করে যাবো। সুখে-দুঃখে তাদের পাশে থাকব। তাদের ভাগ্য উন্নয়নে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।
ইসলামপুরের বিভিন্ন মার্কেটে প্রায় আট হাজারের মতো কাপড়ের পাইকারি দোকান আছে। সঠিক হিসাব না থাকলেও বছরে আনুমানিক ১৫-২০ হাজার কোটি টাকার লেনদেন হয় এসব দোকানে। শুক্রবার ছাড়া প্রতিদিনই দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীরা এখানে কাপড় কিনতে আসেন। তবে গতকাল ভর দুপুরে পুরো এলাকা ঘুরে দেখা যায়, অধিকাংশ কাপড়ের দোকানই ফাঁকা। ক্রেতা নেই।