ইসলামপুরে চলছে দ্বিতীয় দফায় ভোট গণনা
আনোয়ার আজমি, বিশেষ প্রতিবেদক, এবিসি নিউজ বিডি, ঢাকা:
গতকাল ১৮ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ৮টা থেকে বিকাল ৪টা প্রজন্ত ভোট গ্রহণ করে রাজধানীর ইসলামপুরে বস্ত্র ব্যবসায়ী সমিতির নির্বাচনের।
এ নির্বাচনে গতকাল সন্ধ্যা ৭টা থেকে রাত ৩ টা প্রজন্ত ভোট গণনা করেন নির্বাচন কমিশন। এতে মোট ভোটার সংখ্যা ৩৯৪৬ এর মধ্যে জমা পরে ৩৭০৩ টি ভোটের ব্যালট। কর্যনির্বাহী সদস্য পদের ১নং বক্সে মোট ব্যলট জমা পড়েছিল ৭২৬টি ভোট। ২ নং এ ৯২৯ টি। ৩ নং এ ৮২৪ টি । এবং মোট ৩৬৮৭ টি ব্যালট। এতে কম ছিল ১৬ টি ব্যালট।
সম্পাদকীয় পদের ব্যালটে বক্সের ১নং এ ছিল ১২০৮টি। ২নং এ ছিল ৭২৭ টি। ৩নং এ ছিল ৮৫৩ টি। ৪ নং এ ছিল ৯০০টি ভোটের ব্যালট। এতেও ১৫ তি ব্যালটের ঘটতি ছিল।
সর্বশেষ প্রজন্ত রাত ৩ টায় দেখা যায় সদস্য ১৫০ এবং সম্পাদকীয় পদের ৮০০এর কিছু বেশী ব্যালটের ভোট গণনা করা সম্ভাব হয়েছিল।
পরে নির্বাচন কমিশনের সিন্ধান্ত মোতাবেক গত রাতের ভোট গ্রহণ স্থাগিত হয়।
পরবর্তী আজ ১৯ ফেব্রুয়ারী (রবিবার) বেলা সারে ১১ টার দিকে নতুন উদ্দমে আগের চেয়ে বেশী জনবল নিয়োগের মাধ্যমে ভোট গণনা শুরু করছে।
উল্লেখ্য, রাজধানীর পুরান ঢাকায় ওয়াইজঘাটস্থ চায়না টাওয়ার এর ৭ তলায় নির্বাচনকে কেন্দ্র করে দুটি প্যানেলে ৮১ জন ব্যবসায়ী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সমিতির মোট সদস্য সংখ্য ৩ হাজার ৯৪৬।
নির্বাচনে ২টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। আলহাজ সামসুল হক গোলাপ ফুল মার্কায় সভাপতি পদে। তার প্যানেলের সাধারণ সম্পাদক হচ্ছেন, আলহাজ নেসারুদ্দিন মোল্ল্যা ।
এতে দুই প্যানেলেরই সভাপতি প্রর্থীরা গতকাল নির্বাচন প্রশঙ্গে বলেছিলেন, এভাবে নির্বাচন চলতে থাকলে নির্বাচনী ফলাফল যাই হোক তারা মেনে নিবে। তবে এখন প্রজন্ত তাদের পুরানো ধীরগতির ভোট গননা প্রক্রিয়া ছাড়া আর কোন অভিযোগ নেই।