ইমুর গোপন সংকেত

বিনোদন প্রতিবেদক, এবিসি নিউজ বিডি, ঢাকা:

দুনিয়াতে রয়েছে নানা রকমের মানুষ। আর মানুষের এই বিভিন্নতার কারনেই একেক রকমের মানুষের আলাদা রকমের শখ।  আশপাশেই দেখছি কেউ ডাক টিকেট সংগ্রহ করছে। কেউ সংগ্রহ করছে দেশী-বিদেশী বিলুপ্তপ্রায় মুদ্রা। আবার দেখছি কেউ মটর বাইক, গাড়ী বিভিন্ন ভাবে চালানো। আবার এও দেখছি কিছু মানুষকে লাগামহীন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে। এগুলো সবই তাদের নিজ নিজ শখ থেকেই জম্ন নেওয়া।

এদের মতই রাফিয়া নামের বাংলাদেশী একটি মেয়ে। যে রাজধানী ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছে।তার শখ হচ্ছে বিভিন্ন ব্যাক্তি, প্রতিষ্ঠান, গ্রুপসহ যেকোন ধরনের ওয়েব সাইট হ্যাক করা । কিন্তু এতে দেশের ক্ষতি বা ধরা পড়ে গেলে তার কি শাস্তি হতে পারে সে ধারনা তার নেই।

রাফিয়া শখের বসত যে কাজটি করছে তাকে সাইবার ক্রাইমই বলে। উন্নত বিশ্বে সাইবার অপরাধকে অপরাধের তালিকায় শীর্ষে স্থান দেয়া হয়েছে । তৈরি করা হয়েছে সাইবার অপরাধীদের জন্য নতুন নতুন আইন । বর্তমান বিশ্বে বহুল আলোচিত কয়েকটি সাইবার ক্রাইম হলো – ফ্রড কিংবা প্রতারণা, ক্রেডিট কার্ডের নাম্বার চুরি, ব্ল্যাকমেইল, পর্নোগ্রাফি, হয়রানি, অনলাইনের মাধ্যমে মাদক পাচার/ব্যবসা প্রভৃতি। আবার জাল সার্টিফিকেট তৈরি, জাল টাকা বা জাল পাসপোর্ট, বিভিন্ন ধরনের দলিল-দস্তাবেজ কম্পিউটারের মাধ্যমে তৈরির ঘটনা অহরহ উদ্ঘাটিত হচ্ছে। আমাদের দেশেও এ আপরাধকে ২০০৬ সালে তথ্যপ্রযুক্তি আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হয়েছে।

কিন্তু রাষ্ট্রের ও সমাজের সবোচ্চ সুযোগ সুবিধা পেয়াও রাফিয়ারা মেতে উঠেছে অবৈধ হ্যাকিং এর নেশায়। তাই রাফিয়া তার বন্ধুদের নিয়ে আজ আনন্দে মেতেছেন। কারন সে আজ একটা নতুন ওয়েব সাইট হ্যাক করেছে। আসলে এটা কোন ক্রইম নিউজ না! এটা হচ্ছে  নির্মাতা তাজুল ইসলামের দ্বিতীয় চলচ্চিএ গোপনসংকেত। এতে রাফিয়া চরিএে অভিনয় করছেন ঢাকাই চলচ্চিএের টলেস্ট সুন্দারী খ্যাত আলভীরা ইমু। যদিও ইমু/রাফিয়ার এই অপরাধ নিয়ে ভয় নেই। এতে সত্তিকারে হ্যাকিংয়ের অপরাধে অনূর্ধ্ব ১০ বছর কারাদণ্ডে দণ্ডিত হওয়া  বা  এক কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত হওয়ার ভয় নেই।

কারন ছটকু আহমেদের চিত্রনাট্য ও সংলাপের মাধ্যমে সময়উপযোগী এ ঘটনাকে জনসাধারণকে অবগত করাই এর উদ্দেশ্য।

ছবিটির আজ নবম দিনের শুটিং চলছে রাজধানীর উত্তরায়। সবকিছু ঠিক থাকলে চলতি বছবের এপ্রিলের শেষের দিকে চিএগ্রহনের কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন পরিচালক তাজুল ইসলাম। পরিচালক ছবিটি প্রশঙ্গে আরও বলেন, সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আর্ন্তজাতিক মানসম্পন্ন সিনেমা নির্মাণের লক্ষ্য নিয়েই চলচ্চিএটি নিয়ে এগুচ্ছি।’

ছবিটিতে নিজের প্রস্থুতির বিষয়ে  আলভীরা ইমু বলেন, ‘এখন শুধু চলচ্চিত্র নিয়েই ভাবছি। ‘আমি চলচ্চিত্রের জন্য এক বছর ধরেই নিজেকে তৈরি করছি। এর মধ্যে ভারতে গিয়ে আমি অভিনয় এবং নাচের বিষয়ে প্রশিক্ষণ নিয়েছি। বাসায় নিয়মিত প্র্যাকটিস করছি। এফডিসি থেকে একজন কোরিওগ্রাফার বাসায় এসে নাচ প্র্যাকটিস করাচ্ছেন। এ ছাড়া সিনিয়র একজন ফাইট ডিরেক্টর আমাকে ফাইট শেখাচ্ছেন তিন মাস ধরে।’

ইমু আরো বলেন, ‘আমি জানি চলচ্চিত্র অনেক বড় একটি মাধ্যম। এখানে কাজ করতে চাইলে নিজেকে তৈরি করে আসতে হবে। আমি যখন সিদ্ধান্ত নিয়েছি ছবিতে কাজ করব, তখন থেকেই আসলে নিজে থেকেই চেষ্টা শুরু করে দিয়েছি।

উল্লেখ্য, ২০১৫ সালের জুন মাসে ‘জানে মন তুই জীবন’ নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন ইমু।

সন্ধানী কথাচিত্রের ব্যানারে ছবিটি পরিচালনা করার কথা ছিল শাহ আলমের। এই ছবিতে শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে নেওয়া হয়েছিল ইমুকে। সে সময় কিছু আপত্তি দেখিয়ে ছবিটি থেকে সরে দাঁড়ান তিনি।

এতে আরও অভিনয় করবেন অমিত হাসান, সিয়াম খান,  মৌমিতা, রেহানা জলি, এলভিন, হারলিন, টুটুল এবং রোহান।

পিকক মাল্টিমিডিয়ার প্রযোজনায় এর সংগীত পরিচালনা করছেন আহমেদ হুমায়ূন। সিনেমায় থাকছে ৬টি গান।

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ