মানবপাচারে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড
প্রতিবেদক, এবিসি নিউজ বিডি, ঢাকা:
মানবপাচারকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিৎ বলে মন্তব্য করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। তিনি বলেন, মানবপাচাকারীদের জন্য ১২ বছর জেল মানব পাচার বন্ধ করার জন্য যথেষ্ট নয়, মানব পাচারকারীদের মৃত্যুর দ্বারা দণ্ডনীয় অপরাধের তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত ।
১১ মার্চ (শনিবার) দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে নিরাপদ অভিবাসন এবং মানবপাচার প্রতিরোধ শীর্ষক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি, বিশেষ অতিথি ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, বায়রার সভাপতি ও সাবেক সংসদ সদস্য বেনজীর আহমদ ও বিভিন্ন রিক্রুটিং এজেন্সিজ মালিকরা উপস্থিত ছিলেন । বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা) ও র্যাব ফের্সেস যৌথ আয়োজনে সেমিনারটি আয়োজন করে ।
র্যাব প্রধান বেনজীর আহমেদ বলেন, এক শ্রেনীর অসাধু দালাল চক্র স্বল্প আয়ের মানুষদের প্রলোভন দেখিয়ে আর্ন্তজাতিক মানবপাচার চক্রের যোগসাজসে বিদেশে প্রেরনের নামে মানব পাচার করছে। এ ধরনের পাচারের শিকার সাধারণ জনগণ পৃথিবীর বিভিন্ন দেশে, বনে জঙ্গলে কিংবা কোথাও কোথাও জিম্মি অবস্থায় মানবেতর জীবন যাপন করছে। এদের অনেকেই নির্যাতিত হয়ে মৃত্যুর মুখে পতিত হচ্ছে। এ চক্রটি প্রতারণার ফাঁদে ফেলে অনেক নারীদের বিদেশে পতিতাবৃত্তি করতে বাধ্য করছে। বাংলাদেশের অনেক নিরীহ লোকজন এইরুপ প্রতারক চক্রের প্রতারণায় জায়গা জমি বিক্রি করে সর্বশান্ত হয়েছে। যাদের মাধ্যমে আমার দেশের ভাই-বোনেরা বিদেশে গিয়ে নির্যাতনের শিকার হন, এমনকি অনেকে মৃত্যুর মুখে পতিত হন, তাদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত।
তিনি আরো বলেন, মানবপাচারের মতো এমন অমানবিক বিষয় থেকে আমরা বেরিয়ে আসতে চাই। এর মূল কারণ সচেতনতার অভাব। ব্যাপক জনসচেতনতার মাধ্যমে এ মানবপাচার প্রতিরোধ সম্ভব বলে মনে করেন তিনি। যতোগুলো মানবপাচারের ঘটনা ঘটেছে তার সবগুলোই ঘটেছে অনিবন্ধিত ভুঁইফোড় এজেন্সির মাধ্যমে। এদের বিষয়ে জনগণকে সচেতন হতে হবে। তিনি বলেন, গত এক বছর ধরে আমাদের গুরুত্বের জায়গা জঙ্গি হলেও মানবপাচার, সুন্দরবনের দস্যুদের আত্মসমর্পণসহ বিভিন্ন ক্ষেত্রে সফলতা রয়েছে। চার দশকধরে সমস্যা ছিল আমাদের সুন্দারবনের দস্যু। তাও প্রায় সম্পূর্ণ রুপে নিয়ান্ত্রনের পথে। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অচিরেই সুন্দরবনকে জলদস্যু ও বনদস্যু মুক্ত করা হবে বলেও আশা প্রকাশ করেন র্যাবের এ কর্মকর্তা ।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আমরা আর হতদরিদ্র নই। বর্তমানে আমাদের দেশে ভারত, আফ্রিকা, চীনসহ বিভিন্ন দেশের নাগরিকরা কর্মসংস্থানের জন্য আসছে। আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, আগামী ১০ বছর পর বিশ্বের অনেক দেশের নাগরিক এখানে কাজের জন্য আসবে। বর্তমানে বিভিন্ন দেশের কয়েক লাখ কর্মী কাজ করছে, আগামী ১০ বছর পরে সেটা ২০-২৫ লাখে দাঁড়াবে। তিনি বলেন, এ অবস্থায় আমাদের দেশের কোনো কর্মী বিদেশে গিয়ে প্রতারিত হবে, এটা কারো কাম্য নয়। যারা ভাগ্য বদলের জন্য বিদেশ যাবেন তারা প্রতারণার শিকার হবেন না। এ বিষয়ে সবাইকে একসঙ্গে কাজ করার সময় এসেছে।
জনশক্তি রপ্তানি ও প্রশিক্ষন ব্যুরোর মহাপরিচালক মোঃ সেলিম রেজা বলেন,
আমাদের অর্থনীতি দুটি ভিত্তির উপর দারিয়ে আছে। এর মধ্যে অন্যতম হচ্ছে বৈদেশিক কর্মসংস্থান । বর্তমানে এই খাতের উত্তম সময় চলছে। গতবছরে ৪৭ হাজার এবং চলতি বছরে এ পর্যন্ত ১ লক্ষ ৪৭ হাজার কর্মীকে বেদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।
তিনি আশা প্রকাশ করে বলেন, আমাদের কর্মী প্রেরনের যে ধারা রয়েছে তাকে আমরা দ্বিগুণ করব।
বায়রা’র প্রাক্তন সভাপতি নূর আলী বলেন, ৩৪ বছরে আমি এ পর্যন্ত বিদেশে একলক্ষাধিক জনশক্তি রপ্তানি করেছি । আমাদের মত দক্ষ লোকদেরও যে লাইসেন্স আর সম্প্রতি পাওয়া লাইসেন্সধারীরও একই রকমের সুযোগ পাচ্ছে। তা হলে আমাদের মূল্যায়ন কোথায় রইল! তাই আভিজ্ঞতা অনুসারে লাইসেন্সের শ্রেনী বিন্যাস করারও জোর দাবি জানান।
অনুষ্ঠান শেষে পাচার হওয়া ১০ জনকে এক লক্ষ টাকা করে ১০ লক্ষ টাকা অনুদানের চেক তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি। সম্প্রতি দল পাচার হওয়া ২৭ জন উদ্ধার করেছে র্যাব ৩ এর একটি দল।