১৯৪৫’র পর সবচেয়ে বড় মানবিক সংকটে বিশ্ব

নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা:

জাতিসংঘ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দ্বিতীয় মহাযুদ্ধের পর বিশ্ব সবচেয়ে বড় মানবিক সংকটের মুখে পড়েছে। ব্যাপক ক্ষুধা এবং দুর্ভিক্ষ ক্রমেই বিশ্বের চারটি দেশের দুই কোটির বেশি মানুষের জন্য হুমকি হয়ে উঠছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন বিশ্বসংস্থাটির মানবিক বিষয়ক আন্ডার সেক্রেটারি স্টিফেন ও’ব্রেইন। তিনি বলেন, গোটা বিশ্বের সামগ্রিক এবং সমন্বিত তৎপরতা ছাড়া মানুষ ক্ষুধায় মারা যাবে এবং আরো অনেকে রোগে ভুগে প্রাণ হারাবে।

ইয়েমেন, দক্ষিণ সুদান, সোমালিয়া এবং উত্তরাঞ্চলীয় নাইজেরিয়ার জন্য আগামী জুলাই মাসের মধ্যে জরুরি ভিত্তিতে ৪৪০ কোটি তহবিলের যোগানোর আহ্বান জানান তিনি। ভয়াবহ বিপর্যয় এড়ানোর জন্য এ চার দেশে বিনা বাধায় এবং নিরাপদে মানবিক ত্রাণ তৎপরতা চালানোর সুযোগ দেয়ার আহ্বানও জানান তিনি।

২০১৫ সালের ২৬ মার্চ থেকে অব্যাহত সৌদি আগ্রাসনের কারণে এ চার দেশের মধ্যে সবচেয়ে শোচনীয় অবস্থায় পড়েছে ইয়েমেন। দেশটির এক কোটি ৮৮ লাখ অর্থাৎ দুই তৃতীয়াংশের বেশি মানুষের ত্রাণ সহায়তার প্রয়োজনে দেখা দিয়েছে। এ ছাড়া, পরের বেলার খাবার কি করে জুটবে তা দেশটির ৭০ লাখ মানুষ জানেনও না।

ইয়েমেনের এক কোটি ৭১ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে পড়েছে বলে গত মাসেই ঘোষণা করেছে জাতিসংঘের তিন সংস্থা।

সূত্র: পার্স টুডে

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ