বর্ষবরণে নিরাপত্তা হুমকি নেই : র্যাব ডিজি
প্রতিবেদক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ পহেলা বৈশাখের অনুষ্ঠানকে ঘিরে সুনিদিষ্ট কোনো নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন র্যাবের মহা-পরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।
১২এ্রিল (বুধবার) বিকেলে রমনার বটমূলে র্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। বর্ষবরণের নিরাপত্তা ব্যবস্থাকে বাড়াবাড়ি হিসাবে না বিবেচনা করে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
বেনজীর আহমেদ আরো বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যদের সাথে সমন্বয় করে র্যাব সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণস্থানে ডিএমপির সাথে যৌথভাবে সিসিটিভি ক্যামেরায় আওতায় আনা হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের নিরাপত্তা হুমকি পাওয়া যায়নি। তবে ঝুকিগুলো বিবেচনায় রেখে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। এ ব্যাপারে র্যাবের গোয়েন্দা সংস্থা ও অন্যান্য বাহিনীর গোয়েন্দা সংস্থা সার্বক্ষণিক তথ্য আদান-প্রদানের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা সাজাচ্ছে।
নিরাপত্তা ব্যবস্থায় জনগণের সহযোগিতা চেয়ে তিনি বলেন, জঙ্গি দমনে সাধারণ মানুষ সহযোগিতা করেছে, তাই জঙ্গি দ্রুত নির্মূল হচ্ছে। বেশিরভাগ সময় দেখা গেছে- একই মোটরসাইকেলে ২/৩ জন লোক এসে নাশকতা করেছে। একজন থাকলে আর নাশকতা করতে পারবে না। তাই মোটরসাইকেলে একজনের বেশি না চড়ার ব্যাপারে বলা হয়েছে। অনুষ্ঠানস্থলে ঢোকার সময় আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করুন। সকল নিরাপত্তার কড়াকড়ি জনগণকে নিরাপদ রাখার জন্যই। তাই নিরাপত্তার এই ব্যবস্থাকে বাড়াবাড়ি হিসাবে দেখবেন না বলে মন্তব্য করেন র্যাব ডিজি।
র্যাব জানিয়েছে, পহেলা বৈশাখ উপলক্ষ্যে র্যাব তিন ভাগে বিভক্ত হয়ে নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছে। এর মধ্যে প্রথমভাগে গত ৯ এপ্রিল থেকে তথ্য সংগ্রহ ও সমন্বয়ের কাজ শুরু হয়েছে। ১২ এপ্রিল থেকে প্রাক পহেলা বৈশাখের নিরাপত্তা ব্যবস্থা সাজানো এবং ১৩ এপ্রিল রাত থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত পোশাকধারী র্যাব সদস্য নিরাপত্তায় মোতায়েন থাকবে। বোম ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড, ফুট পেট্রোল, মোটরসাইকেল পেট্রোল ও চেকপোস্ট স্থান করা হবে।