সারোয়ার-তামিম গ্রুপের একজন গ্রেপ্তার

নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগে গতকাল রোববার রাতে এক ব্যক্তিকে আটকের দাবি করেছে র‍্যাব। তাঁর নাম মুহাম্মদ ইকবাল বিন ফাখরুল ইসলাম। তিনি¦মো. ইকবাল হোসেন, মুমিন হোসেন¦ও শায়খ ইকবাল নামেও পরিচিত। র‍্যাবের দাবি, তিনি নব্য জেএমবি সারোয়ার-তামিম গ্রুপের নেতা।

র‍্যাব জানায়, আগে অন্য আসামিদের স্বীকারোক্তিতে র‍্যাব জানতে পারে যে মুহাম্মদ ইকবাল জঙ্গিবাদে উদ্বুদ্ধ হওয়ার জন্য ‘আধ্যাত্মিক জ্ঞান, দীক্ষা ও প্রশিক্ষণ’ দিয়ে থাকেন। তিনি নাম-পরিচয় গোপন করে ঢাকার বিভিন্ন প্রেস থেকে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হওয়ার জন্য ধর্মীয় উসকানিমূলক বই ছাপিয়ে থাকেন। এসব বই স্বল্প ও বিনা মূল্যে তাঁর অনুসারীদের কাছে সরবরাহ করে জঙ্গিবাদে আকৃষ্ট করে থাকেন। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, তিনি ২০০৫ সালে দেশব্যাপী সিরিজ বোমা হামলার একজন আসামি হিসেবে বাড্ডা থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছিল। আদালত থেকে বের হয়ে এসে বেশ কিছুদিন আত্মগোপনে থেকে নব্য জেএমবি সারোয়ার-তামিম গ্রুপের সদস্যদের সংগঠিত করে জঙ্গিবাদে উদ্বুদ্ধ ও জিহাদের জন্য প্রস্তুত করে আসছিলেন।
র‍্যাব জানায়, গতকাল র‌্যাব-১০-এর অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ মহিউদ্দিন ফারুকীর নেতৃত্বে একটি দল জঙ্গিবাদী কার্য প্রচারের জন্য ধর্মীয় উসকানিমূলক তিন হাজার কপি বইসহ তাঁকে নিউমার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করে। পরবর্তী সময়ে তাঁর দেওয়া তথ্যমতে কাঁটাবন মসজিদ মার্কেট আল-মা’রুফ পাবলিকেশনস থেকে ৫০টি ও বাড্ডা থানাধীন বড় বেরাইদ এলাকার একটি দোকান থেকে ২ হাজার ৮৩টি বিভিন্ন উসকানিমূলক জঙ্গিবাদী বই উদ্ধার করে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ