সুপ্রিম কোর্টকে হাতে নিতে চাচ্ছেন

নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের উদ্দেশে বলেছেন, অধস্তন আদালতকে কবজা করে নিয়ে নিচ্ছেন। এখন চাচ্ছেন সুপ্রিম কোর্টকে হাতে নিয়ে নিতে। বিচারকদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানিতে প্রধান বিচারপতি এসব কথা বলেন।

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বেঞ্চে গতকাল মঙ্গলবার পঞ্চম দিনের মতো শুনানি হয়। আজ বুধবার শুনানির জন্য দিন রয়েছে।

শুনানিতে অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা-সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের প্রসঙ্গও ওঠে। প্রধান বিচারপতি শুনানিকালে অ্যাটর্নি জেনারেলকে বলেন, ‘আপনি বিচার বিভাগের স্বাধীনতা চান কি না।’ জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘অবশ্যই’। তখন প্রধান বিচারপতি বলেন, ‘অধস্তন জুডিশিয়ারি নির্বাহীর হাতে থাকলে তা কীভাবে হবে?’ অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এটি তো অন্য বিষয়।’ প্রধান বিচারপতি বলেন, ‘৮০ ভাগ বিচারক অধস্তন আদালতের। ওখানে কার্যত সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণ নেই। বিচার বিভাগের স্বাধীনতার কথা বললে এই প্রসঙ্গটি আসবে।’

প্রধান বিচারপতি বলেন, ‘সুপ্রিম কোর্ট, অধস্তন আদালত পঙ্গু হয়ে গেছে এ কারণে বলতে বাধ্য হচ্ছি।’ অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এটি ভিন্ন প্রসঙ্গ।’ প্রধান বিচারপতি বলেন, ‘একটি জেলায় পাঁচ মাস ধরে জেলা জজ নেই। তাহলে বিচার বিভাগ কি রকম কার্যকর আছে? জেলা জজ না থাকলে বিচার বিভাগ কি কার্যকর হবে?’ জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এটি আইন মন্ত্রণালয়ের (বিষয়)।’ প্রধান বিচারপতি বলেন, ‘আপনার জবাব হচ্ছে আইন মন্ত্রণালয়ের বিষয়। আর উচ্চ আদালতের বিষয়টি সংসদে নিয়ে গেলেন, তাহলে আর থাকল কী?’

শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, বাহাত্তরের সংবিধানে ৯৬ অনুচ্ছেদ যেভাবে ছিল, ষোড়শ সংশোধনীর মাধ্যমে সেভাবে নিয়ে আসা হয়েছে। সংবিধানের মূল বিধান ঠিক না বিচার বিভাগ (এটা) বলতে পারে না। তবে সংশোধনী সম্পর্কে বলতে পারেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ