মার্কিন নৌজাহাজ দুর্ঘটনায় সাত সেনা নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: জাপান উপকূলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি জাহাজের সঙ্গে বাণিজ্যিক আরেকটি জাহাজের সংঘর্ষ হয়েছে। এতে সাতজন মার্কিন সেনা নিখোঁজ রয়েছেন।

বিবিসির খবরে জানা যায়, দুটি জাহাজের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে যুক্তরাষ্ট্রের ফিটজেরাল্ডের (Fitzgerald’) কমান্ডিং কর্মকর্তা রয়েছেন। তাঁকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ইয়োকোসুকা থেকে ১০৪ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মালবাহী জাহাজের সঙ্গে নৌবাহিনীর ওই জাহাজটির সংঘর্ষ হয়।

মার্কিন নৌবাহিনীর কর্মকর্তারা জানান, ইয়োকোসুকার হাসপাতালে নেওয়ার পর জাহাজটির কমান্ডিং কর্মকর্তা ক্যাডার ব্রিস বেনসনের অবস্থা স্থিতিশীল।

সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে ইউএস সেভেনথ ফ্লিট বলেন, আরও দুজন নাবিককে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে।

টোকিওর যেখানে জাহাজ দুটির সংঘর্ষ হয় সেটি ছিল খুবই ব্যস্ত এলাকা।

কোস্টগার্ড বলছে, মালবাহী এসিএক্স ক্রিস্টাল জাহাজটিতে ফিলিপিনো পতাকা উড়ছিল।

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পরিচালন প্রধান অ্যাডাম জন রিচার্ডসন বলেন, ফিটজেরাল্ডের ত্রু এবং পরিবারের পাশে তাঁরা আছেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ