ঢাকা কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত ঢাকা কলেজের শিক্ষার্থীরা রাজধানীর নিউ মার্কেট এলাকায় সড়ক অবরোধ করেছেন। শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা, গুলির প্রতিবাদে এবং ১২শ’ শিক্ষার্থীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারসহ ৭ দফা দাবিতে শনিবার বেলা ১১টা থেকে তারা নিউ মার্কেট ক্রসিং ও নীলক্ষেতে  সড়ক অবরোধ করে। এসময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, ব্যাস্ততম এ সড়কটি অবরোধের কারণে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের  সঙ্গে সমঝোতার মাধ্যমে সড়ক খুলে দেয়ার চেষ্টা চলছে। আশা করা যায় কিছুক্ষণের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হবে।

এর আগে গত বৃহস্পতিবার পরীক্ষার রুটিনসহ সাত দফা দাবিতে শাহবাগে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। এসময় পুলিশ বেশ কয়েকজনকে আটক করে। পরে ওই দিন রাতে পুলিশের দায়িত্বে বাধা দেয়ার অভিযোগে অজ্ঞাত ১২শ’ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করে পুলিশ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ