কাফরুল, মিরপুর ও বনানীতে লোডশেডিং
নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: ঢাকার উত্তরাংশের বিদ্যুৎ বিতরণ কোম্পানি ডেসকোর একটি স্থানীয় গ্রিড বন্ধ হওয়ায় কাফরুল, মিরপুর ও বনানীতে ঘন ঘন বিদ্যুতের আসা-যাওয়া চলছে।
আজ সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা সেনানিবাস-সংলগ্ন ধামালকোটে ডেসকোর ওই গ্রিড কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যায় বলে ডেসকোর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
রাতে ডেসকোর কর্মকর্তারা বলেন, গ্রিড বন্ধ হয়ে যাওয়ায় দুটি ট্রান্সফরমারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। প্রথমে বিকল্প ব্যবস্থায় কোনো কোনো এলাকায় অল্প কিছু বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়। প্রায় এক ঘণ্টার মধ্যে একটি ট্রান্সফরমার চালু করা হয়। অন্যটি চালু করার জন্য প্রকৌশলীরা কাজ করছিলেন।
রাত সাড়ে ১০টার দিকে ডেসকোর পরিচালক (অপারেশন) নুর মোহাম্মদ বলেন, সমস্যাটি চিহ্নিত করা হয়েছে। সড়কে ওয়াসা ও মেট্রোরেলের জন্য খোঁড়াখুঁড়িতে দুটি আন্ডারগ্রাউন্ড কেব্ল কাটা পড়েছে। এ কারণে সমস্যা বেশি হচ্ছে। কেব্ল পরিবর্তন না করা পর্যন্ত সমস্যা চলবে।