ঢাবিতে ভর্তির আবেদন শুরু, অধিভুক্ত ৭ কলেজে আলাদা পরীক্ষা

নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে সোমবার দুপুর ২টায়। চলবে আসছে ২৯ আগস্ট মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত।এছাড়া নতুনভাবে অধিভুক্ত হওয়া ৭টি সরকারি কলেজে প্রথম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তির জন্য আলাদা ভর্তি পরীক্ষা নেয়া হবে।

কেন্দ্রীয় ভর্তি অফিসে অনলাইন আবেদন প্রক্রিয়ার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এসময় তিনি ওই ৭টি সরকারি কলেজে আলাদা ভর্তি পরীক্ষা নেয়ার কথা জানান।আরেফিন সিদ্দিক জানান, নতুনভাবে অধিভুক্ত ৭টি সরকারি কলেজে ঢাবির অধিভুক্ত অন্য কলেজের মতো আলাদা ভর্তি পরীক্ষা নেয়া হবে। তবে সেটির দিন-তারিখ এখনো ঠিক হয়নি।তিনি আরো জানান, আমাদের অধিভুক্ত অনেক কলেজ আছে সেগুলোতে যে পদ্ধতিতে ভর্তি নেয়া হয় এখানেও একই পদ্ধতিতে নেয়া হবে। তবে এটি ঢাবির নিয়মিত ভর্তি পরীক্ষার অংশ নয়।ঢাবির এ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে মোট আসন সংখ্যা রয়েছে ৭০৫৩টি। এর মধ্যে ক-ইউনিটে ১৭৬৫টি, খ-ইউনিটে ২৩৬৩টি, গ-ইউনিটে ১২৫০টি, ঘ-ইউনিটে ১৫৪০টি এবং চ-ইউনিটে ১৩৫টি আসন রয়েছে।গেলো বছর এ সংখ্যা ছিল ৬৮০০টি। এছাড়া, জাপান স্টাডি বিভাগেও এ বছর শিক্ষার্থী ভর্তি করা হবে। এই বিভাগে আসন রয়েছে ৩০টি।গেলো বছরের মতো এ বছরও ব্যাংক সার্ভিস চার্জ ও অনলাইন সার্ভিস ফিসহ ভর্তি পরীক্ষার ফি ৩৫০ টাকা। টাকা জমা দেয়ার শেষ তারিখ ৩০ আগস্ট।‘গ’ ও ‘চ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ৩০ আগস্ট বিকেল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত। ‘ক’, ‘খ’, ‘ঘ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ১২ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত।ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.eis.du.ac.bd) জানা যাবে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ