ঢাকা কলেজে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত।
তানভীর আহমদ, ঢাকা কলেজ প্রতিনিধিঃ “দ্রোহের অনলে পুড়ে যাক সব বাঁধা যুক্তি হোক পাথেয়” এ স্লোগানকে ধারন করে প্রতিষ্ঠার পর থেকেই বিতর্ক তৃণমূলে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি। এরই ধারাবাহিকতায় গতকাল ঢাকা কলেজ এর গ্যালারী-২ অনুষ্ঠিত হয়েছে বিতর্ক প্রশিক্ষণ কর্মশালা-২০১৭। কর্মশালায় উচ্চমাধ্যমিক ও সম্মান পর্যায়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রশিক্ষণার্থীদেরকে বিতর্কের বিভিন্ন দিক সম্পর্কে ধারনা ও কৌশল শেখানো হয়।
উক্ত কর্মশালায় বিতর্কের প্রশিক্ষক হিসেবে ছিলেন, ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি এর প্রতিষ্ঠাতা সভাপতি জাকির হোসেন সামিন, সাবেক সাধারন সম্পাদক মোঃ মশিউর রহমান, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও এনএসইউডিসি এর সভাপতি মুহিত হাসান জনি, সাবেক বির্তাকিক ও বাংলাদেশ ডিবেট ফেডারেশন এর সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন মধু।
এরআগে সকালে কর্মশালার উদ্ধোধন করেন ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি এর আহবায়ক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক রেনু বালা গোপ। সভাপতিত্ব করেন ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি এর সভাপতি মোঃ শাহনেওয়াজ শাহিন ও সঞ্চালনা করেন সাধারন সম্পাদক মোঃ ওমর ফারুক। কর্মশালায় আরো উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি এর সাবেক সভাপতি তাসনিম মাহমুদ আসিফ, সাবেক যুগ্ম সম্পাদক মোঃ মিজানুর রহমান, বির্তাকিক তানভীর আহমদ, রাজিব সাহা, জাকির হোসেন, শাহারিয়ার শাওন, হাসিবুল আলম, মোঃ মির্জা প্রমুখ।