গাজীপুরে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষে আহত ৫

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ গাজীপুরের শ্রীপুরে ছাত্রদল ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার বিকালে একটি ইফতার পার্টিতে যোগ দেয়ার সময় ছাত্র লীগকর্মীরা শ্রীপুর থানা সড়কে বিএনপি ও এর অঙ্গসংগঠনের কর্মীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন এক ছাত্রদল নেতা।

এছাড়া উভয় পক্ষের সংঘর্ষ চলাকালে পাঁচটি প্রাইভেটকার ও আটটি মোটরসাইকেল ভাংচুর করা হয়।

শ্রীপুর কলেজ শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজিজুল হাসান মন্ডল রাজিব দাবি করেন, ছাত্রলীগ কর্মীদের হামলায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের পাঁচজন আহত হয়েছেন।

এর মধ্যে রয়েছেন রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোফাজ্জল (৩৭), সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর ফকির (৪৩), যুবদল নেতা ফয়সাল (২৮) ও ছাত্র নেতা জহিরুল (২৫)।

শ্রীপুর কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকিরুল হাসান জিকু, ছাত্র লীগকর্মী রাকিব ও রনিসহ তাদের ১৫-২০ জন সহযোগী তাদের ওপর হামলা চলায় বলে অভিযোগ করেন রাজিব।

অবশ্য ছাত্রলীগ নেতা জিকু অভিযোগ অস্বীকার করে বলেন, জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য আবুল মুনসুর মন্ডল ও শ্রীপুর পৌর বিএনপির সভাপতি  কাজী খানের সমর্থকদের মধ্যে কথা কাটাকটি ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।

ছাত্রলীগ এ ঘটনার সঙ্গে জড়িত নয়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ