বরিশালে পাসের হার বেড়েছে

barisaleducationboardরিপোর্টার, এবিসি নিউজ বিডি, বরিশালঃ এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় বরিশালে পাসের হার বেড়েছে। তবে কমেছে জিপিএ ৫ প্রাপ্তদের সংখ্যা।

বরিশাল শিক্ষা বোর্ডে এ বছর পাসের হার ৭১ দশমিক ৬৯ শতাংশ। যা ২০১২ সালের চেয়ে ৪ দশমিক ৭১ শতাংশ বেশি। গত বছর এ হার ছিল ৬৬ দশমিক ৯৮ শতাংশ।

শনিবার ফলাফল প্রকাশের পর বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ শাহ্ আলমগীর বলেন, এ বছর পাসের হার বৃদ্ধি পেলেও কমেছে জিপিএ ৫ প্রাপ্তদের সংখ্যা। জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৮৫৩ জন পরীক্ষার্থী।

গত বছর এ সংখ্যা ছিলো ১ হাজার ৮৯৮।

এছাড়া এ বিভাগে জিপিএ ৫ এবং পাসের হার উভয় দিক থেকেই মেয়েরা এগিয়ে।

এ বছর ৫২ হাজার ১৭৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পাস করেছে ৩৭ হাজার ৪০৩ জন।

এর মধ্যে মেয়েদের পাসের হার ৭২ দশমিক ৮২ শতাংশ এবং ছেলেদের পাসের হার ৭০ দশমিক ৫৫ শতাংশ।

এদিকে বিভাগ ভিত্তিক ফলাফলে এগিয়ে ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগ থেকে ১৭ হাজার ৭৩০ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৪ হাজার ২২৭ জন। জিপিএ ৫ পেয়েছে ৭৫৫ জন। পাসের হার ৮০ দশমিক ২৪ শতাংশ।

বিজ্ঞান বিভাগে ৬ হাজার ১৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪ হাজার ২৪৫ জন। পাসের হার ৬৮ দশমিক ৮১ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৭৭২ জন।

মানবিক বিভাগে পাসের হার ৬৬ দশমিক ৯৬ শতাংশ। ২৮ হাজার ২৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৮ হাজার ৯৩১ জন। জিপিএ ৫ পেয়েছে ৩২৬ট জন।

সেরা ২০ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রথম স্থানে রয়েছে বরিশাল ক্যাডেট কলেজ, দ্বিতীয় নগরীর অমৃত লাল দে কলেজ, তৃতীয় বরিশাল সরকারি মহিলা কলেজ, চতুর্থ বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ও পঞ্চম বরিশালের গৌরনদী মাহিলা ডিগ্রী কলেজ।

এছাড়া একজন পরীক্ষার্থীও পাস করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা রয়েছে দু’টি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ