৮৪৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পাস
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আটটি সাধারণ শিক্ষা বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডের আওতায় সারা দেশের ৮৪৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পাশ করেছে ছাত্র-ছাত্রীরা। এছাড়া ২৫ শিক্ষা প্রতিষ্ঠানে কেউই পাশ করেনি। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিত এতথ্য জানিয়েছেন।
ঢাকা শিক্ষা বোর্ডের ৩১১টি কেন্দ্রে ৯০৬টি শিক্ষা প্রতিষ্ঠান এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২৪ প্রতিষ্ঠানের শিক্ষার্থী শতভাগ পাশ করে। ৪টি প্রতিষ্ঠানের কেউই পাশ করেনি।
রাজশাহী শিক্ষা বোর্ডে ১৮০ কেন্দ্রে পরীক্ষা অংশ নেওয়া ৬৪৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি প্রতিষ্ঠানে শতভাগ পাশ করেছে। কেউ পাস করেনি ৪টি প্রতিষ্ঠানে।
কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৬৩ কেন্দ্র অংশ নেওয়া ৩০০ প্রতিষ্ঠানের মধ্যে ৭টি প্রতিষ্ঠানে শতভাগ পাশ করেছে। কেউ পাস করেনি এমন প্রতিষ্ঠান নেই কুমিল্লায়।
যশোরে ২০৪টি কেন্দ্রে অংশ নেওয়া ৫১৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৩টি প্রতিষ্ঠানে শতভাগ পাশ করেছে। কেউ পাস করেনি ৩ টি প্রতিষ্ঠানে।
চট্রগ্রামে ৮৭টি কেন্দ্রে অংশ নেওয়া ১৯৬ প্রতিষ্ঠানের শতভাগ পাশ করেছে মাত্র ২টিতে। শতভাগ পাশ করেনি একটিতে।
এছাড়া বরিশালে ৩টি, সিলেটে ৮টি, দিনাজপুরে ৮টি প্রতিষ্ঠানের শতভাগ পাশ করেছে। এই তিন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দিনাজপুরে শতভাগ ফেল করেছে ৭টি প্রতিষ্ঠান।
মাদ্রাসা শিক্ষাবোর্ডের আওতায় ৩৯৬ টি কেন্দ্রে অংশ নেওয়া ২ হাজার ৬৫৮টি কেন্দ্রের মধ্যে ৬৭৮টি প্রতিষ্ঠান শতভাগ পাশ করেছে। কেউ পাস করেনি ৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে।
কারিগরি শিক্ষাবের্ডের আওতায় সারা দেশের ৬০০ কেন্দ্রের মধ্যে ১ হাজার ৪৬৫ প্রতিষ্ঠানের ১৩৭টি প্রতিষ্ঠান শতভাগ পাশ করেছে।